ফলোআপ– কলাপাড়ায় সশস্ত্র হামলায় আহত মা-ছেলে নিরাপত্তার শঙ্কায়

প্রথম পাতা » পটুয়াখালী » ফলোআপ– কলাপাড়ায় সশস্ত্র হামলায় আহত মা-ছেলে নিরাপত্তার শঙ্কায়
সোমবার ● ৪ মে ২০২০


হামলায় জখম হয়ে হাসপাতালের বিছানায় রাজীব।

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় গুরুতর জখম  মা ও ছেলে এখন নিরাপত্তাহীন হয়ে পড়েছেন। মা রাশিদা বেগম সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে গেছেন। কিন্তু ছেলে রাজীব এখনও হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন রয়েছে। তার মাথায় আটটি সেলাই দেয়া হয়েছে। গত ৩০ এপ্রিল, বৃহস্পতিবার বিকেলে কলাপাড়া উপজেলার বেতকাটা মুসলিমপাড়া গ্রামে রাশিদা বেগমের বাড়িঘরে সশস্ত্র হামলা চালায় নুরইসলাম নেগাবানসহ তার অনুসারী সশস্ত্র সন্ত্রাসী। ঘরে ভাংচুর চালানো হয়। হামলায় রাজীব গুরুতর জখম হয়। ছেলেকে রক্ষায় এগিয়ে গেলে মা রাশিদা বেগমও হামলার শিকার হন। গুরুতর জখম অবস্থায় উভয়কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় মহিপুর থানায় মামলার জন্য গেলে পুলিশ মামলা নেয়নি বলে দাবি রাশিদা বেগমের। তবে মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, তার কাছে কেউ লিখিত অভিযোগ দেয়নি। দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। রাশিদা বেগম জানান, তাদের ভোগদখলে থাকা জমি জোরপুর্বক দখলের জন্য নুরইসলাম নেগাবান এমন সশস্ত্র হামলা চালায়। এখনও ফের হামলার শঙ্কায় তার নিরাপত্তাহীন রয়েছেন বলে জানান।

এমইউএম/এনবি

বাংলাদেশ সময়: ১৪:২৩:১৯ ● ৪৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ