দ্বিতীয়বারের মতো নেছারাবাদে চার হাজার পরিবারকে ত্রাণ দিলেন মন্ত্রী

প্রথম পাতা » পিরোজপুর » দ্বিতীয়বারের মতো নেছারাবাদে চার হাজার পরিবারকে ত্রাণ দিলেন মন্ত্রী
সোমবার ● ৪ মে ২০২০


---

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম পিরোজপুরের নেছারাবাদে ৪ হাজার পরিবারকে ত্রাণ দিয়েছেন। সোমবার (৪ মে) ওই ত্রাণ বিতরণ শেষ হয়েছে। এটা ছিল তার দ্বিতীয় দফায় বিতরণ করা ত্রাণ। মন্ত্রী শম রেজাউল করিম প্রথম বারে ৩ হাজার পরিবারের মধ্যে চাল ডাল আলু তৈল বিতরণ করেন। দ্বিতীয় বারে বিতরণকৃত সামগ্রীর মধ্যে চাল, আলু, ডাল, তেল, ছোলা, চিনি ও চিড়া একটি বস্তায় ভরে বিভিন্ন ইউনিয়নে পাঠানো হয়। সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তা অসহায় পরিবারগুলোর মধ্যে বিতরণ করেন। বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, যুগ্ম সম্পাদক এসএম মুইদুল ইসলাম।  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানান, পর্যাক্রমে সরকারী সাহায্যের পাশাপাশি আমার পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে। আমার নির্বাচনী এলাকার (পিরোজপুর-১) কোন মানুষ যাতে অনাহারে না থাকে সে কারণে যা কিছু করার সব করা হবে ইনশাল্লাহ। সকলকে সাহস নিয়ে এ দুর্যোগ মোকাবিলা করতে হবে। একই সাথে সকল বিধি বিধান মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান মন্ত্রী।

এমআরএ/এনবি

বাংলাদেশ সময়: ১৩:২৭:০৮ ● ৪৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ