কাউখালীতে মানসিক ভারসাম্যহীনদের খাবার দিচ্ছেন ইউএনও

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে মানসিক ভারসাম্যহীনদের খাবার দিচ্ছেন ইউএনও
সোমবার ● ৪ মে ২০২০


মানসিক ভারসাম্যহীনদের প্রতিদিন এক বেলা খাবার হাতে তুলে দিচ্ছেন ইউএনও।

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
করোনা পরিস্থিতিতে মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মানুষগুলো চরম খাদ্য সংকটে পড়েছেন। তাদের মুখে খাবার তুলে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা।
করোনার প্রভাবে বাজারের হোটেল- রেস্তোরাসহ সব খাবারের দোকান বন্ধ থাকায় তাঁরা খাবার খেতে পায় না। এই অসহায় মানুষগুলোর কথা চিন্তা করে তাদেরকে প্রতিদিন এক বেলা খাবারের ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা ।
কাউখালীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব  উপাধ্যক্ষ সনজিত কুমার সাহা বলেন, ইউএনও মোছা.খালেদা খাতুন রেখা প্রতিদিন রান্না করা খাবার এবং শুকনো খাবার বাজারে থাকা পাগলদের মাঝে রাতে ঘুরে ঘুরে বিতরণ করেন। করোনাকালে নিজে এ অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, ‘কাউখালী উত্তর ও দক্ষিন বাজার এবং লঞ্চঘাট, ফেরিঘাট, বাসস্ট্যান্ডে সব সময় আট থেকে ১০ জন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে থাকে। গত এক মাস ধরে বাজারে থাকা এসব ভবঘুরেদের মুখে খাবার তুলে দেওয়া হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা বলেন, ‘করোনাকালে ভবঘুরে মানুষগুলো যে কতটা মানবেতর জীবনযাপন করছেন, তা চোখে না দেখলে বোঝার উপায় নেই। তাই সাধ্যমত চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর। করোনার প্রভাব স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ খাদ্য সহায়তা চলবে।’

আরএইচআর/এনবি

বাংলাদেশ সময়: ১১:০০:১০ ● ৬৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ