কলাপাড়ায় নির্দেশ না মেনে দোকান খোলায় জরিমানা

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় নির্দেশ না মেনে দোকান খোলায় জরিমানা
রবিবার ● ৩ মে ২০২০


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
পটুয়াখালীর কলাপাড়ায় দোকান খোলা রাখায় ৫ ব্যবসায়ীকে নয় হাজার পাঁচশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৩ মে) দুপুরে পৌর শহরের সদর রোড ও স্বর্নকার পট্রিতে অভিযান চালিয়ে এসব ব্যবসায়ীকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল।
জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে স্বাভাবিকের মতো দোকান খোলা রাখায় সদর রোডের ফার্নিচার ব্যবসায়ী জহিরুল ইসলামকে ২ হাজার ৫শ’ টাকা, প্লাষ্টিক ব্যবসায়ী দুলাল মাতুব্বরকে ২ হাজার ৫শ’ টাকা, স্বর্ন ব্যবসায়ী সঞ্জিপকে ১ হাজার টাকা, স্বর্ন ব্যবসায়ী অলক বিশ্বাসকে ১ হাজার টাকা এবং টিন ব্যবসায়ী অলক কর্মকারকে ২ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল জানান, নিষেধাজ্ঞা সত্তেও দোকান খোলা রাখায় তিন জনকে ৭ হাজার ৫শ’ টাকা এবং দুই জনকে ২ হাজার টাকা জরিমান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০৫:৪৪ ● ৪১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ