চরফ্যাশনে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
রবিবার ● ৩ মে ২০২০


চরফ্যাশনে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের নেতৃত্বে জমি দখলের অভিযোগ করেছেন নুরাবাদের চরতোফাজ্জল গ্রামের বিবি হালিমা নামের জনৈক এক নারী।
রবিবার (৩ মে) বিকাল ৪টায় চরফ্যাশন প্রেস ক্লাবে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। হালিমা বলেন, নুরাবাদ ইউনিয়ন যুবলীগের সম্পাদক জসিম উদ্দিন দফাদারের নেতৃত্বে আবদুল মালেক, সজিব, তুহিন, রাসেল ও মনোয়ার বেগমসহ ১২/১৩জন রবিবারে দুপুর সোয়া ১টায় আমি আমার চরতোফাজ্জল মৌজার নিজস্ব ঘরে অবস্থান করলে আমাকে বে-ধড়ক প্রহার করে শ্লীলতাহানীর ঘটনা ঘটায়। আমার-স্বামী বজলুর রহমানের ২ একর ২৮শতক জমি আমরা ভোগদখল করে আসছি। উক্ত জমি দখল করার জন্যে গত ২৯ এপ্রিল আমাকে ও আমার ভাই মিজান, কালামকেও পিটিয়েছে। আমরা চরফ্যাশন হাসপাতালে ৪দিন চিকিৎসাধীন থাকার পর ২ মে বাড়ীতে ফিরে যাই। স্থানীয় নুরাবাদ ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন আমাকে বাড়ীতে যাওয়ার জন্যে বলেন। বিষয়টি আমরা দেখব । আমি বাড়ীতে গেলে আমাকে এই মারধর শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে সঠিক বিচার দাবী করছি।
এই ব্যপারে যুবলীগ নুরাবাদ ইউনিয়ন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, আমাদের সাথে হালিমার জমি নিয়ে কোন বিরোধ নেই। মারধর করা হয়েছে এমন প্রশ্ন করলে তিনি বলেন, আপনারা ঘটনাস্থলে এসে দেখে যান।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২৩:৫৯ ● ৩৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ