আমতলীতে ডাকাতের হামলায় মহিলাসহ আহত ৪

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে ডাকাতের হামলায় মহিলাসহ আহত ৪
রবিবার ● ৩ মে ২০২০


প্রতীকী ছবি

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥
বরগুনার আমতলী উপজেলার উত্তর কৃষ্ণনগর গ্রামের আলতাফ হাওলাদারের ঘরে ডাকাত সিদ কেটে ঘরে প্রবেশ করে চারজনকে কুপিয়ে নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণলংকার নিয়ে গেছে। ডাকাতের হামলার আহত চারজনকে স্বজনরা রবিবার সকালে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে শনিবার গভীর রাতে। এ ঘটনায় আমতলী থানায় মামলার প্রস্তুতি চলছে।
জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর গ্রামের আলতাফ হাওলাদার ও পরিবার পরিজন নিয়ে ঘরে ঘুমিয়ে ছিল। শনিবার গভীর রাতে ৫-৬ জনের একদল ডাকাত সিঁদ কেটে ঘরে প্রবেশ করে। পরে ঘরের সুকেজ খুলে থাকা নগদ ৫০ হাজার নিয়ে যায়। পরে আলতাফের বোন লিনার ব্যবহৃত কানের স্বর্ণালংকার খুলতে গেলে সে ডাক চিৎকার দেয়।  টের পেয়ে দুই ভাই আলতাফ ও কামাল ডাকাতদের ঝাপটে ধরে। এ সময় ডাকাতদল তাদের দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম হয়। তাদের ডাক চিৎকারে লোকজন ছুটে আসলে ডাকাতদল চাকু ও সাবল ফেলে পালিয়ে যায়। রবিবার সকালে স্বজনরা আহত আলতাফ হোসেন, কামাল হোসেন, লিনা আক্তার ও ফাতেমাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ওই বাড়ী থেকে একটি চাকু ও সাবল উদ্ধার করেছে। এ ঘটনায় আমতলী থানায় মামলার প্রস্তুতি চলেছে।
আহত আলতাফ হোসেন বলেন, সিদ কেটে ডাকাতদল ঘরে প্রবেশ করে আমার বোনের ব্যবহৃত স্বনাংলকার খুলে নিয়ে যাওয়ার সময় বোন ডাক চিৎকার দেয়। ওই সময় আমরা দুই ভাই ডাকাতদের ঝাপটে ধরি। এ সময় ডাকাতদল আমাদের এলোপাতারি কুপিয়ে জখম করেছে। তিনি আরো বলেন, ডাকাতদল সুকেজ খুলে নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ হারুন অর রশিদ  বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনি আরো বলেন, এটা ডাকাতি না চুরির ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৬:৫১ ● ৩৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ