র‌্যাবের অভিযান কলাপাড়ায় ৬৫ হাজার ইয়াবাসহ দুই লক্ষাধিক টাকা উদ্ধার, গ্রেফতার ৮

প্রথম পাতা » পটুয়াখালী » র‌্যাবের অভিযান কলাপাড়ায় ৬৫ হাজার ইয়াবাসহ দুই লক্ষাধিক টাকা উদ্ধার, গ্রেফতার ৮
শনিবার ● ২ মে ২০২০


কলাপাড়ায় র‌্যাবের অভিযানে ৬৫ হাজার ইয়াবা এবং দুই লাখ ত্রিশ হাজার টাকাসহ গ্রেফতার হওয়া ৮ জন।

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া লঞ্চঘাট থেকে একটি ট্রলারে থাকা ৬৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৮ পটুয়াখালীর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইস উদ্দিনের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়। শনিবার দুপুরে অভিযানটি চালানো হয়। এসময় ইয়াবা ছাড়াও নগদ দুই লাখ ত্রিশ হাজার টাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ইয়াবা চালানের হোতা বাবুল মৃধা, তার স্ত্রী হাসিনা বেগম, সহযোগী ইউসুফ আলী, মোঃ সালাম, মোঃ নূর আলম, মোঃ ইউসুপ, শাহজাদা ও জামালকে গ্রেফতার করা হয়। এর মধ্যে মূল হোতা বাবুল মৃধা ও তার স্ত্রী হাসিনা বেগমের বাড়ি কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামে। বাকিদের বাড়ি বরগুনা জেলার বিভিন্ন এলাকায়। এদের সকলের বিরুদ্ধে মামলা শেষে কলাপাড়া থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব বাদী হয়ে মামলাটি করেছে। র‌্যাব জানায়, বাবুল ও হাসিনা দম্পতি চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা কক্সবাজার থেকে ট্রলারযোগে মাছ ধরার আড়ালে মাদকের চালান আনার কাজ করে আসছিল।

এমইউএম/এনবি

বাংলাদেশ সময়: ১৬:২০:০৩ ● ৪৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ