বাউফলে জেলেদের মাঝে মে মাসের চাল বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে জেলেদের মাঝে মে মাসের চাল বিতরণ
শনিবার ● ২ মে ২০২০


বাউফলে জেলেদের মে মাসের চাল বিতরণ

অতুল পাল, বাউফল সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর বাউফলে মৎস্য ভিজিএফ কর্মসূচীর আওতায় জেলেদের জন্য বরাদ্দকৃত মে মাসের চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। আজ শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নে এই চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়। চলতি মাসের ৫ তারিখের মধ্যে উপজেলার আরো ৮ টি ইউনিয়নে এই চাল বিতরণ করা শেষ হবে বলে উপজেলা মৎস্য অফিস জানিয়েছেন। কালাইয়া ইউনিয়নে চাল বিতরণকালে সংশ্লিষ্ট ট্যাগ অফিসার একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় পল্লী সঞ্চয়ী ব্যাংকের কর্মকর্তা মো.আরিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জমিম উদ্দিন, কালাইয়া ইউপি সচিব মো. আবু বকর সিদ্দিকি, ইউপি সদস্য মো. ফিরোজ হাওলাদার, মো. ফকরুল ইসলাম এবং মো. কামাল হোসেন মৃধাসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন ।
বাউফল উপজেলা মৎস্য অফিসার মো. জসিম উদ্দিন জানান,  বাউফলের ৯টি ইউনিয়নে ৬ হাজার ১৮ জন তালিকাভূক্ত মৎস্যজীবী রয়েছে। এরমধ্যে মে মাসে ৫ হাজার ১৫০ জনের অনুকুলে ৪০ কজি করে চাল বরাদ্দ হয়েছে। এদের মধ্যে কাছিপাড়া ইউনিয়নে ১৭৭ জনের মধ্যে ১৪৫, ধুলিয়ায় ইউনিয়নে ১ হাজার ১৩৯ জনের মধ্যে ৯৩৮, কেশবপুর ইউনিয়নে ১ হাজার ৬০১ জনের মধ্যে ১ হাজার ৩২০, কনকদিয়া ইউনিয়নে ৩১ জনের মধ্যে ২৫, বগা ইউনিয়নে ৯১ জনের মধ্যে ৭৫, নাজিরপুর ইউনিয়নে ৯২৪ জনের মধ্যে ৭৫৩, কালাইয়া ইউনিয়নে ৯০১ জনের মধ্যে ৭৪২, দাশপাড়া ইউনিয়নে ৬৮ জনের মধ্যে ৫৬ এবং চন্দ্রদ্বীপ ইউনিয়নে ১ হাজার ৯৬ জনের মধ্যে ১ হাজার ৯৬ জন জেলে ৪০ কেজি করে এই চাল পাবেন। মে মাসে বাকি ৮৬৮ জন জেলের চাল বরাদ্দ হয়নি। এরা পরবর্তী বিতরণের সময় পাবেন।

এনবি

বাংলাদেশ সময়: ১৫:২২:৪১ ● ৪৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ