চাল চুরির বিচার চেয়ে গণস্বাক্ষর তুলে হামলার শিকার

প্রথম পাতা » পটুয়াখালী » চাল চুরির বিচার চেয়ে গণস্বাক্ষর তুলে হামলার শিকার
শুক্রবার ● ১ মে ২০২০


হামলার শিকার হওয়া দুই জনের ছবি এবং ইনসেটে চৌকিদার আবু ছালেহ

মহিপুর সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের চৌকিদার আবু সালেহ সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ১১ অসহায়ের চাল আত্মসাত করে ধরা পড়েন। দীর্ঘ ১৭ মাস ধরে ওই চাল আত্মসাত শেষে গত ২১ এপ্রিল ৮নং ইউপি সদস্য মেজবা খানের কাছে হাতেনাতে ধরা পড়েন। এঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পাশপাশি ক্ষতিগ্রস্তরা কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে এর বিচার দাবি করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এঘটনার কোন প্রকার তদন্ত বা ব্যবস্থা গ্রহণ না করায় গ্রামবাসী গণস্বাক্ষর সংগ্রহ করে পুনরায় বিচার প্রার্থনার উদ্যোগ নেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত চৌকিদার আবু সালেহ ও তার পরিবারের লোকজন মিলে তিন জনকে বেধড়ক মারধর করে। বৃহস্পতিবার শেষ বিকেলে ডালবুগঞ্জের বরকোতিয়া গ্রামের হাসান খান (৩৮), সাহাদাত গাজী (৫৪) ও জিয়া কাজী (৩০) এ মারধরের শিকার হন বলে অভিযোগে জানানো হয়েছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার হাসান খান বাদি হয়ে মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ প্রসঙ্গে মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যাবস্থা গ্রহন করবো।

বাংলাদেশ সময়: ১১:২৬:৩৩ ● ৩৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ