গলাচিপায় ৮জনের নমুনা পরীক্ষায় নেগেটিভ

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ৮জনের নমুনা পরীক্ষায় নেগেটিভ
শুক্রবার ● ১ মে ২০২০


গলাচিপায় ৮জনের নমুনা পরীক্ষায় নেগেটিভ

গলাচিপা(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় নমুনা সংগৃহীত ৮জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। শুক্রবার (১ মে) এ তথ্য নিশ্চিত করেছেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলাম।
তিনি জানান, ইউপি সদস্য মোঃ মোসলেম গাজী জ্বর, কাশি ও গলা ব্যাথা নিয়ে সোমবার ভোরে নিজ বাড়িতে মারা যায়। মৃত ব্যক্তির করোনা সন্দেহে মঙ্গলবার সকালে ৮জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। শুক্রবার তাদের সবার রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। নিহতের স্ত্রী সাজেদা বেগম, দুই ছেলে সায়েম গাজি ও সাইদুল গাজী, পুত্র বধু সেলিনা ও শিমু বেগম, স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি, ইউপি সদস্য নেছার উদ্দিন ও স্বাস্থ্যকর্মী মোঃ শাহিন মিয়া নমুনা সংগ্রহ করা হয়।

এনআরএস/এমআর

বাংলাদেশ সময়: ১৭:১৫:৪৮ ● ৭৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ