চার নারীসহ আহত পাঁচ কলাপাড়ায় কৃষকের বসত ঘরে সশস্ত্র হামলা-লুটপাট!

প্রথম পাতা » পটুয়াখালী » চার নারীসহ আহত পাঁচ কলাপাড়ায় কৃষকের বসত ঘরে সশস্ত্র হামলা-লুটপাট!
শুক্রবার ● ১ মে ২০২০


প্রতীকী ছবি

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
পটুয়াখালীর কলাপাড়ায় ধুলাসার ইউনিয়নের বেতকাটাপাড়ায় বসত ঘরে সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় হামলায় কৃষক নুরুল ইসলাম নেগাবান (৬০), তার স্ত্রী নার্গিস, ভাগ্নের স্ত্রী ছবি আহত হয়। এঁদের বাঁচাতে এগিয়ে আসলে প্রতিবেশী মাহমুদা ও মাহিনুর আহত হয়। আহত কৃষক নুরুল ইসলাম নেগাবান, তার স্ত্রী নার্গিস ও ভাগ্নে বৌ ছবিকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ রিয়াজ ও সবুজের নেতৃত্বে অন্তত ২০ জন এ হামলায় অংশ নেয়। নুরুল ইসলাম নেগাবান জানান, বেতকাটাপাড়া গ্রামের দুই একর ৮৫ শতক জমি নিয়ে প্রতিপক্ষ রিয়াজ, সবুজ, বাদশা, মামুন, জালাল ও জলিলের সঙ্গে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে তারা সশস্ত্র হামলা চালিয়ে বসত ঘর ভাংচুর, টাকা ও স্বর্ণালংকার লুট করে। এসময় তাদের বাঁধা দিতে এলে তাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে হামলাকারীরা পালিয়ে যায়।
মহিপুর থানার এসআই বেল্লাল বসত ঘরে হামলার কথা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এমইউএম/এনবি

বাংলাদেশ সময়: ১০:৫৮:৩৭ ● ৪৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ