বাউফলে বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ করল ইউপি সদস্য!

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ করল ইউপি সদস্য!
শুক্রবার ● ১ মে ২০২০


অভিযুক্ত ইউপি সদস্য মজিবর রহমান

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বাউফলের কনকদিয়া ইউনিয়নের এক ইউপি সদস্যের বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগি ওই ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কনকদিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য মজিবর রহমান বয়স্ক ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য ওই এলাকার মনোয়ারা বেগমের কাছ থেকে ২ হাজার ৪০০ টাকা উৎকোচ নেন। এরপর তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ার পর তার নামের ৬ মাসের ভাতার ৩ হাজার টাকাও উত্তোলন করে নিয়েছেন সংশ্লিষ্ট ওই ইউপি সদস্য।  এছাড়াও এলাকার একাধিক সুবিধাভোগীর বই আটকে রেখে বিভিন্ন কৌশলে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে মনোয়ারা বেগম বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য মজিবর রহমান সাগরকন্যাকে বলেন, আমার ভুল হয়েছে।
কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন হাওলাদার বলেন, সংশ্লিষ্ট ইউপি সদস্যের বিরুদ্ধে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে তদন্তকাজ চলমান রয়েছে।

এপি/এনবি

বাংলাদেশ সময়: ১৭:০০:২৭ ● ৫০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ