মহিপুরে ট্রাকযোগে আসা ১৩ জন কোয়ারেন্টাইনে

প্রথম পাতা » কুয়াকাটা » মহিপুরে ট্রাকযোগে আসা ১৩ জন কোয়ারেন্টাইনে
শুক্রবার ● ১ মে ২০২০


মহিপুরে ট্রাক যোগে আসা ১৩ জন কোয়ারেন্টাইনে

কুয়াকাটা (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥
করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনের মধ্যে ঢাকার মানিকগঞ্জ থেকে  ট্রাকযোগে মহিপুরে একটি পরিবারের ১৩ সদস্য এসে পুলিশের হাতে ধরা পড়েছে। শুক্রবার সকালের দিকে পুরান মহিপুরে শেখ জামাল সেতুর টোলঘর সংলগ্ন পুলিশ চেকপোস্টে তাদেরকে আটক করে মহিপুর থানা পুলিশ। এরপর অনতিদূরে মনোহরপুর সঃ প্রাঃ বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়। একই পরিবারের ১২ সদস্যের সাথে নিকটাত্মীয় ট্রাক ড্রাইভার সহ ১৩ জনকে ওই কোয়ারেন্টাইন সেন্টারে নেওয়া হলে স্থানীয় মানুষের মধ্যে কিছুটা উৎকন্ঠা দেখা দেয়।

পুলিশ জানায়, শুক্রবার (১ মে) বেলা পৌণে ১১ টার দিকে শেখ জামাল সেতুর চেকপোস্টে দায়িত্বরত মহিপুর থানা পুলিশের এসআই মনির হোসাইনের নেতৃত্বে সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালিয়ে মহিপুর থানাধীন ধুলাসারের তারিকাটা গ্রামের ওই পরিবারটিকে পাওয়া যায়। পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মানিকগঞ্জ থেকে এলাকায় ফিরেছেন।

এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৪:০৬:৪৮ ● ৫৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ