কলাপাড়ায় পাইলিং কাজের শ্রমিক নিহত

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় পাইলিং কাজের শ্রমিক নিহত
শুক্রবার ● ১ মে ২০২০


কলাপাড়ায় পাইলিং কাজের শ্রমিক নিহত

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে যোগাযোগে রজপাড়া থেকে লোন্দা ব্রিজ পর্যন্ত নির্মানাধীন ফোরলেন উইথ সার্ভিস লেন সড়কের পাইলিং কাজে নিয়োজিত শ্রমিক মোঃ মানিক (২৬) নিহত হয়েছে। পাইলিংএর পাইপ বসানোর হ্যামারে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে শুক্রবার (১ মে )সকাল আনুমানিক নয়টায় ঘটনাস্থলেই এ শ্রমিক মারা গেছে। তিন দশমিক ২০০ মিটার দীর্ঘ এ সড়কটির ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম গ্রুপের কর্মরত নিহত এ শ্রমিকের বাড়ি ময়মনসিংহের তারাকান্দি উপজেলার রাজতারিকা গ্রামে। তার বাবার নাম তারা মিয়া। নিহত শ্রমিক মাথায় গুরুতর জখম হলে অচেতন অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে মে দিবসের ছুটি থাকার কথা থাকলেও কাজ করতে গিয়ে নিহতের ঘটনায় অন্যান্য শ্রমিকরা ক্ষুব্ধ মনোভাব পোষণ করেছেন।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, কলাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৩:৪২:৪০ ● ৩৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ