বানারীপাড়ায় কৃষকদের মাঝে ধান কাটা মেশিন হস্তান্তর

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় কৃষকদের মাঝে ধান কাটা মেশিন হস্তান্তর
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২০


---

জি.এম রিপন, বানারীপাড়া থেকে॥
করোনা ভাইরাসের কারণে মানুষের যাতে খাদ্য ঘটতি দেখা না দেয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ফসল উৎপাদনে ভর্তুকী দিয়ে কৃষকদের মাত্র ৪% লাভে সহজ সর্তে কৃষি ঋণ দেয়ার পাশাপাশি কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ ধান কাটা মেশিনসহ তাদের সুরক্ষার জন্য সাবান ও মাস্ক বিতরণ করছেন। বৃহস্পতিবার দুপুরে বরিশালের বানারীপাড়া উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে ৫টি ধান কাটা মেশিন সার বীজ দের সুরক্ষার জন্য সাবান ও মাস্ক বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় বুরশাল-২ আসনের এমপি ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো.শাহে আলম এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। সে লক্ষে দেশের এই দূর্যোগ মুহূর্তে খাদ্য উৎপাদনে নিরবিচ্ছিন্ন ভাবে কৃষকের পাশে রয়েছে সরকার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদ, কৃষি কর্মকর্তা ওলিউল আলম, আওয়ামী লীগ নেতা ডাক্তার খোরশেদ আলম সেলিম, সুব্রত লাল কুন্ডু, শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমূখ।

জিএমআর/এনবি

বাংলাদেশ সময়: ১৫:৫০:৫৪ ● ৩৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ