স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাউফলে ছাত্রলীগ নেতার নেতৃত্বে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

প্রথম পাতা » পটুয়াখালী » স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাউফলে ছাত্রলীগ নেতার নেতৃত্বে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২০


আহত যুবলীগ কর্মী মো. মামুন

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পটুয়াখালীর বাউফলে বৃহস্পতিবার মো. মামুন (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে সজীব দাস (২৮) নামে এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের কালাইয়া গ্রামে ওই ঘটনা ঘটে। আহত মামুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সজীব দাস হলেন কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি (একাংশ)।

স্থানীয় বাসিন্দা ও আহত যুবলীগ কর্মীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সজীব দাস স্থানীয় এক স্কুল ছাত্রীকে অসম প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। বুধবার রাতে সজীব ওই ছাত্রীটির বাড়িতে গিয়ে উত্ত্যক্ত করলে স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে পড়ে। যার নেতৃত্বে ছিলেন যুবলীগ কর্মী মো. মামুন। ওই ঘটনার জেরে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সজীব ও পঙ্কজ দাসের (৩৫) নেতৃত্বে ৮-১০ জনের একটি দল মামুনের ওপর হামলা চালায়। ওই সময় মামুন দৌড়ে একটি ঘরে ঢুকলে সেখানে গিয়েও এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে হামলাকারীরা চলে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান বলেন, ‘সজীব কিংবা পঙ্কজ ছাত্রলীগের কোনো পদ-পদবীতে নেই। তাঁরা ছাত্রলীগের কেউ না। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ এ বিষয়ে জানার জন্য সজীবের মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়। তবে পঙ্কজ দাস বলেন, ‘তিনি ও সজীব কেউ-ই ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না।’ বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ১৬:০৬:১৭ ● ৬৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ