ইন্দুরকানী উপজেলা প্রশাসনের খরচে ২৭ জন ধানকাটা শ্রমিক প্রেরণ

প্রথম পাতা » পিরোজপুর » ইন্দুরকানী উপজেলা প্রশাসনের খরচে ২৭ জন ধানকাটা শ্রমিক প্রেরণ
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২০


---

ইন্দুরকানি ( পিরোজপুর)  সাগরকন্যা প্রতিনিধি॥
পিরোজপুরের ইন্দুরকানি থেকে গোপালগঞ্জ সদর ও বরিশালের উজিরপুর উপজেলায় ২৭ জন বোরো ধান কাটার শ্রমিক প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মাদ আল মুজাহিদ এর তত্বাবধানে ও উপজেলা প্রশাসনের অর্থায়নে সম্পূর্ণ বিনা খরচে এই শ্রমিকদের প্রেরণ করা হয়। চলতি মাসে আরও একদল ধান কাটা শ্রমিকদের বরিশাল ও নাজিরপুরে প্রেরণ করা হয়। উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে দুপুরে তাদের বহনকৃত পরিবহনটি যাত্রা শুরু করে। এসময় আরো উপস্থিত ছিলেন ইন্দরকানি উপজেলা চেয়ারম্যান এ্যাড এম মতিউর রহমান, ইন্দুরকানি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান প্রমুখ। এবিষয়ে উপজেলা চেয়ারম্যান বলেন, মহামারি করোনার কারনে শ্রমিক সংকট সমাধানে এই কার্যক্রম অন্যান্য উপজেলার জন্য দৃষ্টান্ত স্থাপন করবে। আমরা বিভিন্ন উপজেলায় যোগাযোগ অব্যাহত রেখেছি প্রয়োজনে আরও শ্রমিক পাঠাব।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:১৭ ● ৫৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ