বাউফলে করোনায় প্রথম মৃত্যু

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে করোনায় প্রথম মৃত্যু
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২০


প্রতীকী ছবি

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
বাউফলে করোনায় প্রথম মৃত্যু
বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
বাউফলে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত পুরুষ ওই ব্যক্তির (৫০) বাড়ি উপজেলার কালিশুরী বাজারে। আজ বৃহষ্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সোয়া ১২ টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, উপজেলার কালিশুরী এস.এ. ইনিষ্টিটিউশন সংলগ্ন বাউফল-কালিশুরী মূল সড়কের পাশে তাঁর চায়ের দোকান ছিল। ১৪ এপ্রিল সে জ্বর ও সর্দি-কাশিতে অসুস্থবোধ করলে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসায় সুস্থ না হওয়ায় তিনি কালিশুরী বাজারের আরো দুটি ক্লিনিকে চিকিৎসা নেন। এরপরেও তার শারীরিক অবস্থার অবনতি হলে ২২ এপ্রিল তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয় এবং তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ২৪ এপ্রিল নমুনা পরীক্ষায় তার পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। এরপর থেকে সে বরিশালে করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। করোনা ধরা পড়ার ছয় দিন পর আজ বৃহষ্পতিবার দুপুর সোয়া ১২ টায় তিনি মারা যান। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আখতারুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন জানান, করোনা ধরা পড়ার পরই মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। সেখানে স্ত্রী, এক কণ্যা এবং তিন ছেলে অবস্থান করছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে তাদের খাদ্য সরবরাহ করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিত করোনা প্রটোকল অনুযায়ি মৃ্ত ব্যক্তির লাশ তার গ্রামের বাড়িতে দাফন করা হবে।

এপি/এনবি

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৫৭ ● ৪৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ