বাউফলে কোয়ারেন্টাইন থেকে যুবকের পলায়ন

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে কোয়ারেন্টাইন থেকে যুবকের পলায়ন
বুধবার ● ২৯ এপ্রিল ২০২০


প্রতীকী ছবি

বাউফল সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর বাউফলে বিলবিলাশ এলাকায় করোনা রোগীর সংস্পর্শে আসা এক যুবককে প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রচেষ্টায় একটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা  হলেও রাতের অন্ধকারে সে পালিয়েছে। এলাকাবাসি ও পুলিশের নিষ্ক্রিয়তায় এখনো তাকে খুঁজে বের করা হয়নি। এঘটনায় ওই এলাকায়  করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
জানা গেছে, উপজেলার বাউফল সদর ইডনিয়নের বিলবিলাশ গ্রামে একজনের করোনা শনাক্তের পর তাকে গত  ২৭ এপ্রিল থেকে বাউফল সরকারি কলেজে স্থাপিত প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়। এর অগে ও পরে ওই রোগির নিকটাত্মীয় জাকির হোসেন নামের এক যুবক চিহ্নিত রোগীর সংস্পর্শে আসে। এমন স্পষ্টতার ভিত্তিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রচেষ্টায় মঙ্গলবার রাত থেকে জাকিরকে ওই কলেজেই কোয়ারেন্টাইনে রাখা হয়। কিন্তু জাকির রাতেই কোয়ারেন্টাইন থেকে পালিয়ে যায়।  এখবর প্রকাশ পেলে পুলিশ কিংবা এলাকাবাসি তাকে খোঁজার কোন চেষ্টাই করেনি। একটি সূত্র দাবি করেছে, জাকির বিলবিলাশ এলাকার মধ্যেই রয়েছে। এরফলে ওই এলাকায় করোনা সংক্রামণের শঙ্কা দেখা দিয়েছে।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে জিজ্ঞাসা করা হলে তিনি সাংবাদিকদের বলেন, জাকির কোন আসামি নয় যে তাকে খুঁজে বের করতে হবে!

এপি/এনবি

বাংলাদেশ সময়: ১৯:১১:৩৭ ● ৩৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ