চরফ্যাশনের তারুয়ায় ৪০ পরিবারের মুখে ফুটবে হাসি

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনের তারুয়ায় ৪০ পরিবারের মুখে ফুটবে হাসি
বুধবার ● ২৯ এপ্রিল ২০২০


চরফ্যাশনের বিছিন্ন দ্বীপ ঢালচরের তারুয়ার ৪০টি আশ্রয়ন প্রকল্পের ঘর।

আমির হোসেন, চরফ্যাশন (ভোলা) থেকে॥
চরফ্যাশন উপজেলার বিছিন্ন দ্বীপ ঢালচরের পর্যটন এলাকা তারুয়ার চরে ৪০ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ কেন্দ্রের ঘর। ২০১৯-২০২০ অর্থ বছরে ঠিকাদারদের মাধ্যমে ঘর গুলো নির্মাণ করা হয়েছে। এখন প্রস্তুত রয়েছে আশ্রয়ণ কেন্দ্রের ঘরে বিতরণ কার্যক্রম। অসহায় নদী ভাঙ্গা সাধারণ মানুষগুলো আশ্রয়িত হলে হাসি ফুটবে ঢালচরের তারুয়ার ৪০ পরিবারের মুখে।
ঢালচর ইউপি‘র সদস্য মোস্তফা কমান্ডার বলেন, আমাদের ঢালচর এই সর্বপ্রথম তারুয়ার চরে আশ্রয়ণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। এখানে নদী ভাঙ্গা কবলিত মানুষ রয়েছে। এই আরো কয়েকটি আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করা হলে এই অঞ্চলের অসহায় পরিবার গুলোর থাকার স্থান হতো।  এছাড়াও চরফ্যাশনের বিছিন্ন পর্যটন দ্বীপ তারুয়ার চরটি খাস জমি রয়েছে কয়েক হাজার একরের। এই সকল জমিতে সরকার বন্দোবস্ত দিতে পারে বলেও অনেকে মনে করেন।
ঢালচর ইউপি‘র চেয়ারম্যান আবদুস ছালাম হাওলাদার বলেন, তারুয়ার আশ্রয়ণ প্রকল্পের ৪০টি ঘরের জন্যে মোট ৫৯লাখ টাকা বরাদ্দ হয়েছে। এই ঘর গুলো সুন্দর করে নির্মাণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমানের সঠিক তদারকীতে ঘরের কাজ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। একটি পরিবারের বাসযোগ্য করার জন্যে যা প্রয়োজন তাই এই ঘরের মধ্যে রয়েছে। আমরা ঢালচরে পূর্ব ঢালচর ও তারুয়ার চরে সরকারি খাস জমি গুলোতে বন্দোবস্ত দিয়ে নদী ভাঙ্গন কবলিত পরিবারদেরকে পূনর্বাসন করার জন্যে আমি ভূমি মন্ত্রণালয় তথা সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবী জানাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তববিল থেকে ঘর গুলো বরাদ্দ দেয়া হয়। প্রতি ঘরে জন্যে দেড় লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ঢালচরের তারুয়ায় এই ঘর এখন সৌন্দর্য্যরে প্রতীক। সারিবদ্ধ ভাবে এই ঘরে বসবাস করার জন্যে পরিবার গুলো অবস্থানের সকল সরঞ্জাম রয়েছে।

এনবি/এনইউবি

বাংলাদেশ সময়: ১৫:১৫:১১ ● ৩৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ