চলছে বীজতলা তৈরি কলাপাড়ায় সাত হাজার একর জমিতে উফশী আউশের আবাদ

প্রথম পাতা » পটুয়াখালী » চলছে বীজতলা তৈরি কলাপাড়ায় সাত হাজার একর জমিতে উফশী আউশের আবাদ
বুধবার ● ২৯ এপ্রিল ২০২০


চলছে বীজতলা তৈরি

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
করোনা পরিস্থিতিতে কৃষি ব্যবস্থাকে সচল রাখতে পটুয়াখালীর কলাপাড়ার উপকূলীয় এলাকায় সাত হাজার ৬৬ একর কৃষি জমিতে উফশী জাতের আউশ ধানের আবাদের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে কৃষকরা জমিতে চাষাবাদ শুরু করেছে। চলছে বীজতলা তৈরির কাজ। এসব ক্ষুদ্র ও প্রান্তিক ১৬ শ’ কৃষককে সরকারের বিশেষ কৃষি প্রনোদনা বিতরণ করা হয়েছে। সরকারি স্বাস্থ্য বিধি মেনে কৃষকদের কৃষি কাজে উৎসাহী করে তুলতে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ। কৃষকরা ইতোমধ্যে বীজতলা তৈরির কাজ প্রায় সম্পন্ন করেছে।
প্রত্যেক কৃষককে ইতোমধ্যে পাঁচ কেজি করে উফশী জাতের আউশ ধানের বীজ, ২০ কেজি ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার ও ১০ কেজি মিউরিয়েট অব পটাশ (এমওপি) সার দেয়া হয়েছে। যা দিয়ে একজন ক্ষুদ্র কৃষক এক বিঘা জমিতে উচ্চ ফলনশীল জাতের আউশ ধানের চাষাবাদ করতে পারবে। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মন্নান জানান, এ বছর কলাপাড়া উপজেলায় লক্ষ্য মাত্রার অধিক উফশী জাতের আউশ ধানের চাষাবাদের উজ্জল সম্ভাবনা রয়েছে।

এমইউএম/এনবি

বাংলাদেশ সময়: ১৫:২৩:৩৬ ● ৩৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ