আমতলী-তালতলীতে আদার কেজি ৪’শ টাকা!

প্রথম পাতা » বরগুনা » আমতলী-তালতলীতে আদার কেজি ৪’শ টাকা!
বুধবার ● ২৯ এপ্রিল ২০২০


প্রতীকী ছবি

আমতলী সাগরকন্যা প্রতিনিধি॥
বরগুনার আমতলী ও তালতলী বাজারে বুধবার আদা ৪’শ টাকা কেজি ধরে বিক্রি হতে দেখা গেছে।  গত এক সপ্তাহ আগে এ আদায় কেজি ছিল এক’শ ২০ টাকা। হঠাৎ করে আদার দাম কেজিতে দুই’শ ৮০ টাকা বৃদ্ধি পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা।
জানা গেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রাদূর্ভাবে সারাদেশের সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এতে উত্তরাঞ্চল থেকে মসলা জাতিয় দ্রব্য আদা আসা প্রায় বন্ধ হয়ে যায়- এমন দাবী পাইকারী বিক্রেতাদের। এ সুবাদে আমতলী ও তালতলী বাজারে এক ধরনের অসাধু ব্যবসায়ী আদা গুদামজাত করে রেখে কৃত্রিম সংঙ্কট তৈরি করেছে বলে অভিযোগ রয়েছে। এতে বাজারে আদার প্রচুর সংঙ্কট দেখা দেয়। ফলে হুহু করে বাড়তে থাকে আদার দাম। গত এক সপ্তাহ পূর্বে আদার কেজি ছিল এক’শ ২০ টাকা। ওই আদা বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে ৩’শ ৫০ থেকে ৪’শ টাকায়। ক্রেতা সাইফুল, নিজাম ও সোহেল অভিযোগ করে সাগরকন্যাকে বলেন, আমতলীর কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে আদার কৃত্রিম সংঙ্কট তৈরি করে দাম বৃদ্ধি করেছে। ওই সকল সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেয়ার দাবীও জানান তারা।
বুধবার আমতলী ও তালতলী উপজেলার আমতলী, গাজীপুর, চুনাখালী,তালতলী, কচুপাত্রা ও ছোটবগী বাজার ঘুরে দেখা গেছে, ৩’শ ৫০ টাকা থেকে ৪’শ টাকা কেজিতে আদা বিক্রি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্রেতা বলেন, ছোট বিক্রেতারদের কিছুই করার নেই। পাইকারী ব্যবসায়ীরা আদার কৃত্রিম সংঙ্কট তৈরি করে দাম বৃদ্ধি করে দিয়েছে।
আমতলী বাজারের ক্রেতা লিটন ও জাকারিয়া বলেন, ৪’শ টাকা কেজি দরে আদা বিক্রি হচ্ছে। যা ক্রেতাদের নাগালের বাহিরে।
শেফালী বেগম বলেন, ২’শ ৫০ গ্রাম আদা ১’শ টাকায় ক্রয় করেছি। তিনি আরো বলেন, গত এক সপ্তাহ আগে এ আদার কেজি ছিল ১’শ ২০ টাকা।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, আদার কৃত্রিম সংঙ্কট সৃষ্টি করে যারা দাম বৃদ্ধি করেছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এইচএকে/এনবি

বাংলাদেশ সময়: ১৫:৩৪:২৯ ● ৪৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ