আমতলীতে অপহরণের ১৩ দিন পর স্কুল ছাত্রীকে উদ্ধার

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে অপহরণের ১৩ দিন পর স্কুল ছাত্রীকে উদ্ধার
বুধবার ● ২৯ এপ্রিল ২০২০


প্রতীকী ছবি

আমতলী সাগরকন্যা প্রতিনিধি॥
বরগুনার রেডক্রিসেন্ট সোসাইটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির অপহৃতা এক ছাত্রীকে আমতলী থানা পুলিশ উদ্ধার করেছে। অপহরণকারী মিরাজ হাওলাদারের স্বজন উপজেলার চাওড়া চন্দ্রা গ্রামের জামাল মিয়ার বাড়ী থেকে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে। বুধবার অপহৃতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জানাগেছে, আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের এক কৃষকের কন্যা বরগুনা রেডক্রিসেন্ট সোসাইটি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে লেখাপড়া করে। ওই স্কুল পড়ুয়া কন্যাকে একই উপজেলার চলাভাঙ্গা গ্রামের শহীদুল হাওলাদারের বখাটে ছেলে মিরাজ হাওলাদার দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। কিন্তু বখাটে মিরাজের কথায় সাড়া দেয়নি ওই ছাত্রী। এতে ক্ষিপ্ত হয় মিরাজ। করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ হয়ে গেলে ওই ছাত্রী গ্রামের বাড়ী আমতলীর মানিকঝুড়িতে আসে। গত ১৫ এপ্রিল দুপুরে ওই স্কুল পড়ুয়া কন্যা বাড়ীতে মায়ের সাথে কাজ করছিল। এমন সময় মিরাজ হাওলাদার তার সহযোগীদের নিয়ে দুটি মোটর সাইকেলে এসে ওই কন্যাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। কন্যার ডাক চিৎকারে মা’সহ স্বজনরা এগিয়ে এলেও তাকে রেখে দেওয়া সম্ভব হয়নি। ওই সময় মেয়েটির বাবা বাড়ি ছিলেন না। পরে বাবা বাদী হয়ে গত সোমবার রাতে মিরাজ হাওলাদারকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা ৪ জনের নামে আমতলী থানায় অপহরণ মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই অপহৃতাকে অপহরণকারী মিরাজ হাওলাদারের স্বজন উপজেলার চাওড়া চন্দ্রা গ্রামের জামাল মিয়ার বাড়ি থেকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ীতে থাকা অপহরনকারী মিরাজ ও জামালের পরিবারের সদস্যরা পালিয়ে যায়। অপহৃতা স্কুলছাত্রীকে পুলিশ হেফাজতের মধ্যে বুধবার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আমতলী থানার মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল রানা বলেন,  অপহৃতার ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনার সাথে জড়িত মিরাজ হাওলাদারসহ অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। আশাকরি দ্রুতই গ্রেফতার করতে সক্ষম হব।

এইচএকে/এনবি

বাংলাদেশ সময়: ১৩:৪৫:১৯ ● ১০১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ