কুয়াকাটায় ১০টাকা কেজির চাল বিক্রি শুরু

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় ১০টাকা কেজির চাল বিক্রি শুরু
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২০


---

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কুয়াকাটায় কর্মহীন নিম্ন ও মধ্যবিত্ত কার্ডধারী ১২’শ মানুষের মাঝে ওএমএস এর ১০টাকা কেজির চাল বিতরণ শুরু করেছে কুয়াকাটা পৌর কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রতি পরিবারের জন্য খাদ্য কর্মসূচীর আওতায় সোমবার থেকে এ চাল বিক্রি শুরু করা হয়। কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লার উপস্থিতিতেই কৃষক, জেলে থেকে শুরু করে নিম্ন ও মধ্যবিত্তরা সকলেই ওএমএস এর এই ১০টাকা মূল্যের চাল ক্রয়ের সূযোগ পাচ্ছেন। পৌর এলাকার ৩হাজার পরিবার এ সুবিধা ভোগ করতে পারবেন বলে পৌর কর্তৃপক্ষ জানান।
প্রতি সপ্তাহের (সোম, মঙ্গল ও বুধবার) তিন দিন চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি দশ টাকা দরে। সপ্তাহে প্রতিটি পরিবার ১০ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। ১০টাকা কেজি দরে চাল কিনতে পেরে খুশি সুবিধাভোগী পরিবার গুলো। তারা এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। তবে কুয়াকাটা পৌর এলাকার ৯টি ওয়ার্ডের মানুষের মধ্যে দুইজন ডিলারের মাধ্যমে ওএমএস এর এ চাল বিতরণে ধীরগতির জন্য অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে এ চাল বিতরণ করা হচ্ছে বলেও দাবি ডিলারদের। ডিলার মোশাররফ আকন জানান, পৌর এলাকার ৫টি ওয়ার্ডের ৭’শ জন কার্ডধারীর মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল বিতরণ করা খুবই কঠিন কাজ। তারপরও তারা কোন বিশৃঙ্খলা ছাড়াই সুবিধাভোগিদের মাঝে এ চাল বিতরণ করছেন বওে দাবি করেন।

এএইচএ/এনবি

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৫৭ ● ৩৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ