দশমিনায় জেলেদের চাল আত্মসাতের অভিযোগ

প্রথম পাতা » পটুয়াখালী » দশমিনায় জেলেদের চাল আত্মসাতের অভিযোগ
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২০


দশমিনায় জেলেদের চাল আত্মসাতের অভিযোগ

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দশমিনা উপজেলার ২নং আলীপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সালের বিরুদ্ধে ১শ” জেলের চাল ৮০কেজির স্থলে ৩০কেজি দিয়ে অবশিষ্ট ৫শ” কেজি চাল আত্মসাতের অভিযোগ ওঠেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় ওই ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের জেলে মোঃ শাহাবুদ্দিন সিকদার, মোঃ সাইদুল, মোঃ লিয়ার প্যাদা, মোঃ হাবিব মৃধা ও মোঃ বাচ্চু রাড়ী উপজেলা নির্বাহী অফিসারের বরাবওে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করেন, শুক্রবার ইউপি চেয়ারম্যান ৮০কেজির স্থলে ৩০ কেজি করে বিতরণ করে অবশিষ্ট জেলেদের চাল আত্মসাত করেছেন।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল মুঠোফোনে জানান, আমার বিরুদ্ধে একটি মহল মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে হয়রানীর চেষ্টা করছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস সাগরকন্যাকে জানান, আমি সারাদিন বাহিরে ছিলাম, অভিযোগ পত্র আমার কাছে পৌছলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নিব।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:১৫:২১ ● ৩৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ