বাউফলে তিন তরুনের ব্যতিক্রমী উদ্যোগ

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে তিন তরুনের ব্যতিক্রমী উদ্যোগ
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২০


---

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি
বাউফলের কালাইয়া বন্দরের মেডিকেল ও বিশ্বিবিদ্যালয় পড়ুয়া তিন শিক্ষার্থী বাউফল হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মাঝে করোনা রোগিদের নমুনা সংগ্রহ এবং পরিচর্যার জন্য ৫০ পিস ফেইস শিল্ড প্রদান করেছেন। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে ওই তিন শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহার নিকট এই ফেইস শিল্ডগুলো হস্তান্তর করেন। এসময় বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম ফারুকসহ হাসপাতালের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
তিন শিক্ষার্থী গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র প্রীতম দাস, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র নিরব দেবনাথ  এবং ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জয়রাজ সাহা জানান, তাদের তৈরী প্রতিটি ফেইস শিল্ডে ৬০ টাকার মতে খরচ হয়েছে। এগুলো যে সকল স্বাস্থ্যকর্মী করোনা রোগির নমুনা সংগ্রহ করে এবং রোগিদের পরিচর্যা করে তাদের জন্য খুবই কার্যকরী। তারা বলেন, পড়াশোনার সময় আমাদের অভিভাবকদের দেয়া নাস্তার টাকা একত্রিত করে যে টাকা জমা করতে পেরেছি সেই তহবিল থেকে এই ফেইস শিল্ডগুলো আমরা তৈরী করেছি। সরকারের প্রয়োজনে আমরা এগুলো তৈরী করে দিতে প্রস্তুত রয়েছি।

এপি/এনবি

বাংলাদেশ সময়: ১২:০০:৩৫ ● ৫৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ