দুমকিতে অজ্ঞাত রোগে মারা গেছে ২৫শ’ মুরগী

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে অজ্ঞাত রোগে মারা গেছে ২৫শ’ মুরগী
শনিবার ● ২৫ এপ্রিল ২০২০


দুমকিতে অজ্ঞাত রোগে মারা গেছে ২৫শ’ মুরগী

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে পোল্ট্রি খামারে গত বুধবার থেকে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ২হাজার ৫শ’ মুরগি মারা যাওয়ায় খামারীর পথে বসার উপক্রম হয়েছে।
উপজেলার দক্ষিণ মুরাদিয়া মহিলা ফাজিল মাদ্রাসা সংলগ্ন হাওলাদার পোল্ট্রি ফার্মে রানীক্ষেতসহ অজ্ঞাত ভাইরাসের প্রকোপে আড়াই হাজার মুরগি মারা গেছে। কোনো ওষুধে কাজ না হওয়ায় লাখ লাখ টাকা লোকসানের ঝূঁকিতে পড়েছেন ওই খামারী। তবে এতগুলো মুরগি মারা গেলেও উজেলার প্রাণীসম্পদ বিভাগের কোনো মাথাব্যথা নেই ।
পোল্ট্রি ফার্মের মালিক কামরুল হাসান জানান, বিগত ৩ দিনে আমার ফার্মে অজ্ঞাত রোগে  আড়াই হাজার মুরগি মারা গেছে। যার বর্তমান মূল্য প্রায় ৬ লক্ষাধীক টাকা। গত দু’বছর যাবত এ মুরগির খামার দিয়ে আসছি। প্রথম বছর কোন লাভ না হলেও ভাবছিলাম পরের বছর লাভের মুখ দেখব কিন্তু তা আর হলোনা। লাভে আশায় বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছি। আমারতো সব শেষ হয়ে গেলো! কিভাবে এনজিও ঋণ পরিশোধ করবো? এ বিষয়ে আমি উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে কয়েক বার ফোন দিয়ে বিষয়টি জানিয়েছি কিন্তু তারা কোন পদক্ষেপ নেয়নি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই এসময় রানীক্ষেতসহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে মুরগি মারা যাচ্ছে। বিষয়টি আমাদের আজকে জানানো হয়েছে। আগে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারতাম।  তবে বিষয়টি জানার সাথে সাথে আমি ওখানে লোক পাঠিয়ে দিয়েছি সার্বিক পরিস্থিতি দেখার জন্য পাশাপাশি কি রোগ হয়েছে তার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে।

এমআর

বাংলাদেশ সময়: ১৬:৪৩:১৬ ● ৫০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ