কলাপাড়ায় মহিলা ভাইস চেয়ারম্যানের উদ্যেগে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় মহিলা ভাইস চেয়ারম্যানের উদ্যেগে ত্রাণ সামগ্রী বিতরণ
শনিবার ● ২৫ এপ্রিল ২০২০


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
করোনাভাইরাস আতঙ্কে সারা দেশ লকডাউনে থাকায় খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো এখন অসহায় অবস্থায় রয়েছে। তাদের সাহায্যের জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সংগঠন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা ও তার কয়েকজন কাছের মানুষ একত্রিত হয়ে ব্যক্তিগত উদ্যেগে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। সীমার আহ্বানে সাড়া দিয়ে তার খুব কাছের মানুষ মনিরুল ইসলাম, চঞ্চল, মাঈনুল ইসলাম, মাইকেল ও তার বড় ভাই নেছার উদ্দিন আহম্মেদ খোকন অর্থনৈতিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের সকলের সহায়তায় বৃ্হস্পতিবার ও শুক্রবার দুইদিন পৌর শহরের কলাপট্টি, নতুন বাজার ও অফিস মহল্লার দেড় শতাধিক মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় তারা নামের তালিকা করে ভ্যানে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ৮ কেজি চাল, ১ কেজি আলু, আধা কেজি মশুরি ডাল, আধা কেজি ছোলা বুট, আধা কেজি পেয়াজ, আধা কেজি সয়াবিন তৈল ও ১ টি সাবান বিতরণ করেন। পর্যায়ক্রমে তাদের এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এবিষয়ে কলাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন সীমা সাগরকন্যাকে বলেন, আমরা কয়েকজন একত্রিত হয়ে নিজেদের ব্যক্তিগত অর্থায়নে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। করোনা পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো। তার আহ্বানে সাড়া দেয়ায় তার কাছের মানুষগুলোর প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

এসকেআর/এনবি

বাংলাদেশ সময়: ১৫:৪২:১৩ ● ৫১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ