কলাপাড়ায় সহস্ত্রাধিক দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় সহস্ত্রাধিক দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান
শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২০


কলাপাড়ায় সহস্ত্রাধিক দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে হতদরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষের মধ্যে ‘রমজানের উপহার’ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) একযোগে কলাপাড়া পৌরসভা, কুয়াকাটা পৌরসভা, নীলগঞ্জ, মহিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক মানুষের মানুষের মধ্যে ইফতার করার সামগ্রীসহ পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ দেয়া হয়েছে। একইদিন সকাল ১০টায় পায়রা বন্দর এলাকায় দুই শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে এমএম গ্রুপ অব কোম্পানি। প্রতিষ্ঠানের জিএম মজিবর রহমান সাগরসহ কর্মকর্তারা উপস্থিত থেকে এসব খাদ্য সহায়তা বিতরন করেন। চাল, ডাল, আলু, পেঁয়াজ, চিনি, সয়াবিন তেল, লবণ, সাবান প্রত্যেক দরিদ্র পরিবারকে দেয়া হয়েছে। ছাত্রদল কলাপাড়া পৌরশাখার উদ্যোগে শুক্রবার দুপুরে নাচনাপাড়া এলাকায় দরিদ্র মানুষকে খিচুড়ি বিতরণ করা হয়েছে। ছাত্রদল নেতা মোহাম্মদ শোয়েব এ খাবার বিতরন করেন। এছাড়া কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান হিরন ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজীর উদ্যোগে শুক্রবার সকালে মাদরাসা সড়কের কালভার্ট এলাকায় বিনামূল্যে সবজির বাজার বসে আসছে। এখান থেকে দরিদ্র অসহায় মানুষকে সবজি বিতরণ করা হয়। সপ্তাহে দুইদিন এই বাজার বসছে। তাদের এ সহায়তা উপহার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান। তাঁদের মানবতার এ কাঁচাবাজারে দুই সপ্তাহে আট শ’ পরিবারকে এ সবজি উপহার দেয়া হয়েছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০০:০৭ ● ৩৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ