করোনা উপসর্গ নিয়ে বরগুনায় উদীচীকর্মীর মৃত্যু

প্রথম পাতা » বরগুনা » করোনা উপসর্গ নিয়ে বরগুনায় উদীচীকর্মীর মৃত্যু
বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২০


প্রতীকী ছবি

বরগুনা সাগরকন্যা প্রতিনিধি॥
বরগুনায় করোনা উপসর্গ নিয়ে এক সংস্কৃতিকর্মী মারা গেছেন। তার নাম আল মামুন উজ্জ্বল। তিনি বরগুনা জেলা উদীচীর সহ-সভাপতি ও বৈশাখী মেলা উদযাপন কমিটির সমন্বয়ক ছিলেন। এ ছাড়া স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

পারিবারিক সদস্যদের বরাত দিয়ে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ সাংবাদিকদের বৃহস্পতিবার জানান, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে আল মামুন উজ্জ্বল মৃত্যুবরণ করেছেন। তিনি অত্যন্ত গুণী একজন সাংস্কৃতিক ব্যক্তি ছিলেন। গত এক মাস ধরে উজ্জ্বল অসুস্থ ছিলেন। একাধিক স্থানে তার চিকিৎসাও হয়েছে। উজ্জ্বলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। তার বাড়িসহ আশপাশের আটটি বাড়ি লকডাউন করা হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত লকডাউন থাকবে বলে জেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৫:৩০:১৫ ● ৩৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ