বাউফলের পাঁচ ইউপি চেয়ারম্যানকে শোকজ

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলের পাঁচ ইউপি চেয়ারম্যানকে শোকজ
বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২০


---

বাউফল (পটুয়াখালী) থেকে অতুল চন্দ্র পাল॥
পটুয়াখালীর বাউফলে খাদ্যগুদাম থেকে যথাসময়ে চাল উত্তোলন না করায় ওই উপজেলার ৫ ইউপি চেয়ারম্যানকে শো-কজ করা হয়েছে।
জানা গেছে, খাদ্যগুদাম থেকে ফেব্রুয়ারী ও মার্চ মাসের ভিজিএফ ও ভিজিডির চাল যথাসময়ে উত্তোলন না করায় পটুয়খালী জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ আজ বৃহষ্পতিবার ওই শোকজ করেন। সূত্র জানায়, বাউফলের নাজিরপুর, কালাইয়া, চন্দ্রদ্বীপ, কেশবপুর ও সূর্যমনি ইউনিয়নের জেলেদের জন্য প্রতিমাসে ৪০ কেজি হারে ফেব্রুয়ারী ও মার্চ মাসের ১৫১.৪৭০ মে:টন চাল উপজেলার কালাইয়া খাদ্যগুদামে জমা রয়েছে। এমন খবর জানার পর বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন ২২ এপ্রিল বুধবার সরেজমিন খাদ্যগুদাম পরিদর্শন করে চাল মজুদ রয়েছে দেখতে পান। এমতাবস্থায়, তিনি সংশ্লিষ্ট চেয়ারম্যানদের দ্রুত চাল ছাড় করে উপকারভোগীদের মাঝে বিতরণের কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসারের কথা মোতাবেক আজ বৃহষ্পতিবার চাল উত্তোলন করেন। এদিকে পটুয়াখালী জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো.হেমায়েত উদ্দিন যথা সময়ে চাল উত্তোলন না করার দায়ে ওই পাঁচ ইউপি চেয়ারম্যানকে শোকজ করেন এবং তিন কর্ম দিবসের মধ্যে সন্তোষজনক জবাব উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসনকে জানাতে বলা হয়ছে। এব্যাপারে নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো.ইব্রাহিম ফারুক ও কেশবপুর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট মহিউদ্দিন লাভু অভিন্নভাবে বলেন, আমাদের চাল রাখার মতো গুদাম নাই। খাদ্যগুদাম থেকে চাল পরিবহন করতে অনেক টাকা খরচ হয়। সরকারের পক্ষ থেকে পরিবহন বাবদ কোন টাকা দেয়া হয়না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সমস্যা জেনেও শোকজ করেছেন।
উল্লেখ্য, বাউফলে দুস্থ ও জেলেদের চাল না দিয়ে সরকারি খাদ্য গুদামে মজুদ শীর্ষক একটি খবর এর আগে সাগরকন্যা নিউজ পোর্টালে প্রাকাশিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:০০:২৮ ● ৯০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ