বাউফল পৌরসভায় সরকারিভাবে ত্রাণ পেল মাত্র ২৪৪ জন

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফল পৌরসভায় সরকারিভাবে ত্রাণ পেল মাত্র ২৪৪ জন
বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২০


---

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর বাউফল পৌরসভায় সরকারিভাবে এ পর্যন্ত মাত্র ২৪৪ জনকে ত্রাণ সুবিধা দেওয়া হয়েছে। সরকারিভাবে তাঁদের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়। প্রথম দফায় ৮৮ জনকে এবং দ্বিতীয় দফায় ১৬০ জনকে ত্রাণ দেওয়া হয়, যা খুবই অপ্রতুল। এতে বিপাকে পড়েছেন মেয়র। মেয়র জিয়াউল হক জুয়েল সরকারিভাবে মাত্র ২৪৪ জনের খাদ্য সহায়তা পাবার কথা স্বীকার করে বলেন, সরকারিভাবে আরও তিন মেট্রিকটন চাল বরাদ্দ হয়েছে। এখন পর্যন্ত উত্তোলন করা হয়নি। যা আরও তিনশ মানুষের মধ্যে বিতরণ করা যাবে। কিন্তু এ পৌরসভায় কমপক্ষে ২০ হাজার মানুষের খাদ্য সামগ্রীর প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৮:০৩:২৬ ● ৩৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ