সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
সোমবার ● ৪ ফেব্রুয়ারী ২০১৯


প্রতীকী চিত্র
সাতক্ষীরা সাগরকন্যা প্রতিনিধি ॥
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মুন্সীগঞ্জ বাজারের কাছে সুন্দরবনের খোলপেটুয়া নদীর তীর থেকে সোমবার বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে শ্যামনগর থানার ওসি হাবিল হোসেন জানান। নিহতের পরিচয় তাৎণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওসি বলেন, খোলপেটুয়া নদীর তীরে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় জেলেরা থানায় খবর দেয়।পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। নিহতের পরনে লুঙ্গি পাঞ্জাবি ছিল। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি বলে এ পুলিশ কর্মকর্তা জানান। ময়নাতদন্তের জন্য লাশ সাতীরার সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৬:২০:০২ ● ৫০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ