আমতলীতে মুন্সিগঞ্জ ফেরত ১২ শ্রমিক হোম কোয়ারেন্টাইনে

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে মুন্সিগঞ্জ ফেরত ১২ শ্রমিক হোম কোয়ারেন্টাইনে
বুধবার ● ২২ এপ্রিল ২০২০


আমতলীতে মুন্সিগঞ্জ ফেরত ১২ শ্রমিক হোম কোয়ারেন্টাইনে

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

মুন্সিগঞ্জ ফেরত আমতলীর ১২ জন ইটভাটার শ্রমিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মঙ্গলবার রাতে ইউএনও মনিরা পারভীন তাদের আমড়াগাছিয়া কোয়ারেন্টাইনে রেখে দেন।  কোয়ারেন্টাইনে থাকা শ্রমিকদের প্রশাসনের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হচ্ছে।
জানাগেছে, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার একটি ইটভাটার ১২ জন শ্রমিককে মালিক পক্ষ গত ১০ এপ্রিল ছুটি দেয়। ওই সময় থেকে তারা সিরাজদিখান এলাকায় অবস্থান করছিল। গত মঙ্গলবার তারা একটি ট্রাকে করে বরগুনা আসেন। ট্রাকটি তাদের বরগুনা বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। এ সময় তারা প্রশাসনের হাতে পড়ে। বরগুনা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক ওই শ্রমিকদের আসার বিষয়টি আমতলীর ইউএনও মনিরা পারভীনকে অবহিত করে। পরে বরগুনা প্রশাসনের সহযোগীতায় শ্রমিকদের আমতলী ফেরিঘাটে নিয়ে আসেন। ওইখান থেকে ইউএনও মনিরা পারভীন ও ওসি শাহ আলম হাওলাদার শ্রমিকদের গ্রহন করে উপজেলা আমড়াগাছিয়া খানকায়ে সালেহিয়া সাইক্লোণ সেল্টারে প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইনে রেখে দেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, ১২ জন শ্রমিককে উদ্ধার করে কোয়ারেন্টাইনে  রেখে এসেছি। কোয়ারেন্টাইনে থাকা কালিন সময়ে তাদের সার্বিক নিরাপত্তা দেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, ওই শ্রমিকদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ওই সময়ে প্রশাসনের পক্ষ থেকে তাদের খাবার সরবরাহ করা হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৮:০৪:০৩ ● ৪১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ