গলাচিপায় প্রশংসনীয় অবদান রাখছেন ডিপ্লোমা চিকিৎসকরা

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় প্রশংসনীয় অবদান রাখছেন ডিপ্লোমা চিকিৎসকরা
মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২০


---

গলাচিপা সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ৩ লক্ষ লোকের বসবাস। “কোভিড-১৯” চিকিৎসায় শুধু ব্যাচেলর চিকিৎসক এবং নার্সরা নয়, এর সাথে সরাসরি সম্পৃক্ত বিএমডিসি রেজিস্টার্ড মেডিকেল এসিস্ট্যান্ট প্রাকটিশনাররাও (ডিপ্লোমা চিকিৎসক) রয়েছেন। তারা গলাচিপা উপজেলায় যেকোনো স্বাস্থ্য সংকটে নিরলসভাবে চিকিৎসা সেবা  দিয়ে যাচ্ছেন গলাচিপার প্রতিটি ইউনিয়ন ও উপজেলা সদর হাসপাতালে।
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চিকিৎসক (এমবিবিএস, বিডিএস ও ডিএমএফ) সহ স্বাস্থ্যসেবার সাথে সংশ্লিষ্ট সবাই অক্লান্তভাবে লড়াই করছেন উপজেলার ৩লক্ষ মানুষকে সুস্থ রাখতে। ডিপ্লোমা চিকিৎসক প্রান্তিক পর্যায়ে জনগণের সেবা প্রদান করে থাকেন। জনসাধারণের চিকিৎসক হিসেবে জনগণের কাছে থাকায় প্রাথমিকভাবে তাদের কাছেই আক্রান্ত রোগী আসে। যেখানে শহরের বিভিন্ন নামীদামী চিকিৎসকরা অনুপস্থিত কিংবা চিকিৎসা সেবা দিতে অনিচ্ছুক সেখানে সরকারি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এর পাশাপাশি গলাচিপা উপজেলার আনাচে কানাচে ডিপ্লোমা চিকিৎসক ও বেকার ডিএমএফরা নিয়মিত জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এমনকি বিভিন্ন দেশের  সেবাদানকারী এসব কাজ ইতিমধ্যেই জনগণের কাছে,সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বেশ প্রশংসা পেয়েছে। গলাচিপা হাসপাতালে রোগি মোঃ হারুন, কবির, মোসাঃ খাদিজা বেগম বলেন, হাসপাতাল এসে ডাক্তারকে পেয়েছি। আমাদেরকে সুন্দর ভাবে চিকিৎসা সেবা দিয়েছে তাদেরকে আমরা আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।
গলাচিপা উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ এইচ এম শাহীন মাহমুদ, কলাগাছিয়া উপ স্বাস্থ্য কেন্দ্র ডাঃ তৈমুর রেজা মাসুম, রতনদি তালতলি উপ স্বাস্থ্য কেন্দ ডাঃ ইমানুল ইসলাম জুয়েল, চালিতাবুনিয়া উপ স্বাস্থ্য কেন্দ ডাঃ শাখাওয়াত হোসেন, রাঙ্গাবালী উপ স্বাস্থ্য কেন্দ ডাঃ রেজাউল করিম, চরবিশ্বাস উপ স্বাস্থ্য কেন্দ মোঃ শাহিন, ছোট বাইসদিয়া উপ স্বাস্থ্য কেন্দ ডাঃ ফিরোজ মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে দেশের এই ক্লান্তিলগ্নে ডাক্তার ও নার্সদের পাশিপাশি এই ডিপ্লোমা চিকিৎসক সমানভাবে সেবা দিয়ে আসছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলাম বলেন, গলাচিপা উপজেলার ৪টি ইউনিয়নের সাবসেন্টারসহ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাহসহ আউটডোরে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ডিপ্লোমা চিকিৎসক তথা উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসারসহ হাসপাতালের সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিগণ।

বাংলাদেশ সময়: ১৫:২৩:৫৯ ● ৩৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ