পটুয়াখালীতে করোনা উপসর্গে একজনের মৃত্যু

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে করোনা উপসর্গে একজনের মৃত্যু
মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২০


প্রতীকী ছবি

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥
জ্বর-শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তি পটুয়াখালী ২৫০ শয্যা মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে ওই ব্যক্তি মারা যান। তার বয়স ৬৫বছর। তিনি পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের সেহাকাঠি গ্রামের। তার নমুনা সংগ্রহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক (পরিচালক) মোহাম্মদ আবদুল মতিন সাগরকন্যাকে বলেন, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে কাশি ও শ্বাসকষ্টে ভূগছিলেন। সোমবার জ্বর হলে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরিবারের লোকজন সকাল সাড়ে ৭ টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে ভর্র্তি করার পর ওয়ার্ডে নেওয়ার পথেই তিনি মারা যান। তিনি বলেন, যেহেতু ওই ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে এসেছিলেন, তাই তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মারা যাওয়া ব্যক্তির বাড়ি ও আশপাশ এলাকা লকডাউন করা হয়েছে। কোভিড-১৯ প্রটোকল অনুয়াযী মৃত ব্যক্তিকে দাফন করা হয়। নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা সংক্রমন হয়েছিল কিনা তা রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৪:০১:৫১ ● ৪৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ