পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীতে আরো ৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে করোনা ভাইরাস পরীক্ষাগারের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। এই ৮ জনের মধ্যে একজন নারী ও সাত জন পুরুষ রয়েছে। এর আগে জেলার দুমকি উপজেলায় দুইজন করোনা ভাইরাসে সংক্রমণ হয়। এনিয়ে পটুয়াখালী জেলায় মোট ১০ জন করোনা ভ্ইারাসে সংক্রমণ হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌদূরী এই তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার ঢাকা থেকে করোনা ভাইরাস পরীক্ষাগারের প্রতিবেদনে যে আটজন করোনা ভাইরাসে সংক্রমণ হওয়ার রিপোর্ট এসেছে এদের মধ্যে চারজন রাঙ্গাবালী উপজেলার, তিনজন দশমিনা উপজেলার ও একজন সদর উপজেলার। এদের মধ্যে একজন নারী। এনিয়ে জেলায় মোট ১০ জন করোনা ভাইরাসে সংক্রমণ হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এই ১০ জনের মধ্যে দুইজন নারী রয়েছেন।
পটুয়াখালী সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর সাগরকন্যাকে বলেন, জেলায় মোট ২৮২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে। এর মধ্যে পরীক্ষাগার থেকে ১৫৬ জনের প্রতিবেদনএসেছে। এদের মধ্যে প্রতিবেদনে ১০ জনের পজিটিভ এসেছে। নতুন শনাক্তের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী করোনা আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাদের শনাক্তের কাজ অব্যহত রয়েছে।
করোনা ভাইরাসে শনাক্তদের জন্য পটুয়াখালীতে ৫০ শয্যার করোনা আইসোলেশন ইউনিট প্রস্তুত রয়েছে। করোনা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসাদের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।
পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম বলেন, সামগ্রিকভাবে দেশে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় পটুয়াখালী জেলা ১৯ এপ্রিল সন্ধ্যা ৬ টা থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয় সুত্র জানায়, পটুয়াখালী প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ৯ এপ্রিল জেলার দুমকি উপজেলায়। উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডেও বাসিন্দা ওই যুবকের বয়স (৩০) বছর। তিনি নারায়ণগঞ্জের একটি পোষাক তৈরির কারখানার কর্মীছিলেন। করোনায় ভাইরাসে আক্রান্ত যুবক ওই দিন নিজ বাড়িতে মারা যায়।
পরবর্তীতে মারা যাওয়া যুবকের স্ত্রীসহ পরিবারের নয়জন সদস্যেও নমুনা সংগ্রহ কওে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে যুবকের বোন (৪০) করোনা ভাইরাসে সংক্রমণ হয়ে বর্তমানে পটুয়াখালী করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন।