বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে যুবলীগ নেতা মো. নুরুলহুদা তালুকদারকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী করতে একাট্টা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদার সমর্থনে রবিবার সন্ধ্যায় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগের আহবায়ক সালাহ উদ্দিন সোহাগ’র সভাপতিত্ব অনুষ্টিত সভায় অন্যান্যের মধ্যে করেন ইউনিয়ন আ’লীগের সম্পাদক মো. ফারুকুজ্জামান, উপজেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক মুন্তাকিম লস্কর কায়েস, সুমম রায়, উপজেলা যুবলীগের সদস্য শেখ মহিম, যুবলীগ নেতা উজ্জল তালুকদার, শফিকুল ইসলাম দুলাল, শামিম খলিফা, মশিউর রহমান সুমন, তপু তালুকদার, সৈয়দ সোহেল, আব্দুল আউয়াল, রঞ্জু, চানদত্ত, কাজী জুলহাস, মন্টু মহুরী, রিপন বনিক, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল, সম্পাদক সজল চৌধুরী প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মনির হোসেন,ফজলে রাব্বি,অমর শীল ও সাদ্দাম প্রমূখ। উল্লেখ্য নুরুলহুদা বানারীপাড়া উপজেলা সদরের সম্ভ্রান্ত তালুকদার পরিবারে জন্মগ্রহন করেন। ছাত্রজীবন থেকে পারিবারিক ঐতিহ্যগত ভাবে ছাত্রলীগের সঙ্গে জড়িত তিনি। তার বাবা সরকারী চাখার ফজলূলহক কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন্। বিভিন্ন পদ অলংকৃত করার পর ২০০৬ সালে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়কহন। বর্তমানে তিনি উপজেলা যুবলীগের একজন কর্মী বান্ধব নেতা।
এ বিষয়ে মো. নুরুলহুদ বলেন, আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে শিশুকাল থেকেই জাতির জনকের অনুসৃত পথের অনুসারী হয়েছি। ছাত্রজীবন থেকে সরাসরি রাজনীতি করে আসছি। চাওয়া পাওয়ার রাজনীতিতে বিশ্বাস করিনা। দলীয় নেতাকর্মীরা আমার কাজের মূল্যায়ন করে প্রার্থী হওয়ার জন্য দাবী জানিয়েছেন। তাদের দাবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নুরুলহুদা আরো বলেন, আমি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। দলের সিদ্ধান্তকে সর্বদা সম্মান করে চলেছি। নেতাকর্মীরা ঘোষনা দিয়েছে এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তবে আমাদের রাজনৈতিক অভিভাবক যুদ্ধকালীন বিভাগীয় মুজিব বাহিনীর প্রধান, পার্বত্য শান্তি চুক্তির রুপকার আবুল হাসনাত আব্দুল্লাহ ও বরিশালের প্রানপ্রিয় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র অনুমতি পেলে আমি আমার এলাকার সংসদ সদস্য মো. শাহে আলম ও দলীয় মুরব্বিদের পরামর্শ নিয়ে নির্বাচনে অংশ নেব।