বানারীপাড়ায় সেই আ’লীগ নেতার জামিন

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় সেই আ’লীগ নেতার জামিন
সোমবার ● ২০ এপ্রিল ২০২০


বানারীপাড়ায় আ’লীগ নেতার জামিন

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের বানারীপাড়ায় ভ্রাম্যমান আদালতের ৬ মাসের সাজাপ্রাপ্ত উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি একেএম ইউসুফ আলীকে জামিন দিয়েছে আদালত।
শারিরীক অসুস্থ থাকার কারণে সোমবার (২০ এপ্রিল) তার পক্ষে উপজেলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন, অ্যাডভোকেট হুমায়ুন কবির ও অ্যাডভোকেট মো.জুয়েল বরিশাল জেলা অতিরিক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রের্ট (এডিএম) আদালতে জামিন আবেদন করেণ। এসময় আদালতের বিজ্ঞবিচারক রাজিব আহম্মেদ উক্ত বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি একেএম ইউসুফ আলীকে জামিন প্রদান করেণ। পরে আদালতের নির্দেশ অনুযায়ী ওই দিন বিকেলে উপজেলা আওয়ামী লীগ নেতা একেএম ইউসুফ আলী বরিশাল জেলখানা থেকে মুক্ত হন। এ সময় তাকে জেল গেটে রিসিভ করেণ তার বাল্য বন্ধু উপজেলা উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ওয়াহেদুজ্জামান দুলাল ও আওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল ইসলাম টুকু, সদস্য সিদ্দিকুর রহমান মাস্টার, রফিকুল ইসলাম মানিক, ছোট ভাই সালিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.ফারুক হোসেন প্রমূখ।
প্রসংঙ্গত ১৭ এপ্রিল কাবিখা প্রকল্পের সাড়ে ৭ মেট্রিক টন চাল নিজ আড়তে রাখার কারণে ৬ মাসের বিনাশ্রম সাজা প্রদান করেণ ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রের্ট ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদ।
দীর্ঘ দিন ধরে চোখের চিকিৎসাধীন থাকা উপজেলা আওয়ামী লীগের ত্যাগী নেতা একেএম ইউসুফ আলীর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের দেয়া ওই রায়ের পর থেকেই তার মুক্তির দাবী কতে দলীয় নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের ঝড় তোলেন।

জিএমআর/এমআর

বাংলাদেশ সময়: ১৬:১৯:৩১ ● ৩৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ