ছয় যাত্রী হোম কোয়ারেন্টাইনে রোগী সেজে নারায়ণগঞ্জ থেকে অ্যাম্বুলেন্সে এসে বাউফলে আটক

প্রথম পাতা » পটুয়াখালী » ছয় যাত্রী হোম কোয়ারেন্টাইনে রোগী সেজে নারায়ণগঞ্জ থেকে অ্যাম্বুলেন্সে এসে বাউফলে আটক
সোমবার ● ২০ এপ্রিল ২০২০


প্রতীকী ছবি

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥
ছয় সুস্থ ব্যক্তি রোগী সেজে অ্যাম্বুলেন্সে করে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালীর বাউফলে এসেছেন। খবর পেয়ে পুলিশ ওই অ্যাম্বুলেন্সটি জব্দ করে এবং ওই ছয় যাত্রীকে পুলিশ আটক করে। পরে অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ওই ছয় ব্যক্তিকে উপজেলার ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের শ্রেণিকক্ষে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওই ছয় ব্যক্তির করোনাভাইরাস শনাক্তকরণের জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, ‘আগামিকাল (মঙ্গলবার) তাঁদের নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস শনাক্তরণের জন্য পাঠানো হবে।’

অ্যাম্বুলেন্সটির চালক আলম খান বলেন, ‘তাঁর বাড়ি বরিশালের উজিরপুরের নরসিংহাট। তাঁকে মুঠোফোনে নারায়ণগঞ্জ থেকে রোগী নিয়ে বাউফলে আসার কথা বলা হয়েছিল। এ কারণে তিনি বরিশাল থেকে নারায়নগঞ্জ যান।’

এদিকে লক ডাউন ভেঙে নারায়নগঞ্জ থেকে ছয় ব্যক্তির আসার খবরে স্থানীয় বাসিন্দা ও তাঁর স্বজনরাও খুশি হতে পারেননি।

তাঁদের এক স্বজন বলেন, ঢাকার পরে নারায়নগঞ্জের বাসিন্দারাই করোনাভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে। তাই তাঁরা আতঙ্কিত। তিনি আরও বলেন, কোনোভাবেই  তাঁরা যেন হোম কোয়ারেন্টাইন থেকে বাড়িতে যেতে না পারেন এবং বাহিরে ঘোরাঘুরি করতে না পারেন। এজন্য তিনি প্রশাসনের কঠোরতা কামনা করেন।

জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) মো. ফারুক হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁরা (ছয় যাত্রী) সুস্থ মানুষ, রোগী সেজে নারায়নগঞ্জ থেকে এসেছেন। এ কারণে তাঁদের আটক করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাঁদের নমুনা সংগ্রহ করা হবে এবং চৌদ্দদিন ওই হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৭:০০:৫২ ● ৩৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ