কলাপাড়ায় চার ব্যবসায়ীকে জরিমানা

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় চার ব্যবসায়ীকে জরিমানা
সোমবার ● ২০ এপ্রিল ২০২০


কলাপাড়ায় চার ব্যবসায়ীকে জরিমানা

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায় মূল্য তালিকা না টাঙানোর দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমাবার (২০ এপ্রিল) দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব দোকানীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল।
জানা যায়, মূল্য তালিকা না টাঙানোর দায়ে পৌর শহরের মুদী-মনোহরী ব্যবসায়ী মিলনকে ২ হাজার টাকা, মুদী-মনোহরী ব্যবসায়ী শেখর মিত্রকে ২ হাজার টাকা ও ফল ব্যবসায়ী সবুজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আন্ধারমানিক নদীতে নোঙ্গর করা একটি জাহাজ থেকে বালু খালাসের দায়ে জাহাজের চুকানী (মাঝি) শাহিন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সেনা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল।
কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল জানান, মূল্য তালিকা না টানানো এবং শতাধিক শ্রমিককে একত্রিত করে জাহাজের মাল আনলোড করার দায়ে চার জনকে পনের হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:০৭:৩২ ● ৩৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ