ইউএনও’র আপত্তি! আমতলীর সেই ফেসবুক গ্রুপ সচল রাখার পক্ষে স্থানীয় বিশিষ্টজনরা

প্রথম পাতা » বরগুনা » ইউএনও’র আপত্তি! আমতলীর সেই ফেসবুক গ্রুপ সচল রাখার পক্ষে স্থানীয় বিশিষ্টজনরা
রবিবার ● ১৯ এপ্রিল ২০২০


প্রতীকী ছবি

সাগরকন্যা ডেস্ক॥
আমতলীর আলোচিত ফেসবুক গ্রুপ People’s Voice Amtali –PVA (আমতলীর নাগরিক কন্ঠ) বন্ধে ইউএনও’র সুপারিশের পর এবার এটি সচল রাখার পক্ষে দাঁড়িয়েছেন স্থানীয় বিশিষ্টজনরা। তাঁরা মনে করেন, এ গ্রুপটি আমতলীবাসীর কল্যাণেই কাজ করছে। পক্ষান্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ভুলভাবে একটি মহলের উপস্থাপনের ফলে তিনি এটি বন্ধের সুপারিশ করেছেন বলেও দাবি তাদের।
এদিকে, গ্রুপটির পক্ষে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন বরগুনা জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি প্রবীন আইনজীবী এ্যাডভোকেট এমএ কাদের মিয়া, আমতলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী গাজী রফিকউদ্দিন আহমেদ, আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক (অবঃ) আবুল হোসেন বিশ্বাস, আমতলী পৌর নাগরিক কমিটির কো চেয়ারম্যান আনোয়ার হোসেন ফকির, আমতলী উদীচীর সভাপতি অশোক কুমার মজুমদার, বরগুনা জেলা পরিষদ সদস্য প্রভাষক শাহিনুর তালুকদার, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট আরিফ উল হাসান, সিনিয়র সাংবাদিক মো হাবিবুর রহমান, গাজী মতিয়ার রহমান, মো জসিম উদ্দিন হাওলাদার, উন্নয়নকর্মী মনিরুজ্জামান ও চাওড়া কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ সুজাউদ্দিন মাহমুদ প্রমূখ।
অপরদিকে, আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন গত ১৭ এপ্রিল ‘পিপলস ভয়েজ অব আমতলী-পিভিএ (আমতলীর নাগরিক কন্ঠ) বন্ধ করতে গ্রুপটির প্রধান শাহাবুদ্দিন পান্নাকে লিখিতভাবে নির্দেশ দেন।
এব্যাপারে ফেসবুক ভিত্তিক এই গ্রুপের প্রধান শাহাবুদ্দিন পান্না সাগরকন্যাকে বলেন, ‘পিপলস ভয়েজ অব আমতলী-পিভিএ (আমতলীর নাগরিক কন্ঠ)’ সবসময় রাষ্ট্রের সুরক্ষার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় রেখে আমতলীবাসীর কল্যানেই কথা বলে আসছে।

বাংলাদেশ সময়: ২১:০৫:৫২ ● ৮৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ