শনাক্ত মোট ৫ ঝালকাঠিতে পুলিশের এসআই করোনায় আক্রান্ত

প্রথম পাতা » ঝালকাঠী » শনাক্ত মোট ৫ ঝালকাঠিতে পুলিশের এসআই করোনায় আক্রান্ত
রবিবার ● ১৯ এপ্রিল ২০২০


প্রতীকী ছবি

ঝালকাঠি সাগরকন্যা প্রতিনিধি॥
ঝালকাঠিতে নতুন করে পুলিশের এক এসআই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ইউপি সদস্য, শিশু ও নারীসহ মোট ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। রবিবার দুপুরে ঝালকাঠির সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময় তিনি জানান, বর্তমানে ৩৭৬ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আক্রান্ত ওই পুলিশের এসআই কয়েকদিন আগে নারায়নগঞ্জ থেকে গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার বিকনা গ্রামে আসেন। পরে স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করলে তার করোনা সনাক্ত হয়। বর্তমানে তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার সদর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হলেও তা না মেনে বিভিন্ন অযুহাতে লোকজন বাহিরে ঘোরঘুরি করছে বলে অভিযোগ সচেতন মহলের। ঝালকাঠির এনডিসি আহম্মেদ হাসান সাগরকন্যাকে জানান, প্রশাসনের পক্ষ থেকে দোকান খোলা রাখা ও বাহিরে ঘোরাঘুরির দায়ে গত ২৪ ঘণ্টায় ২৮ জনকে জরিমানা করা হয়েছে।

আরআর/এনবি

বাংলাদেশ সময়: ১৬:৩৩:১২ ● ৪৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ