ফুলবাড়ীতে বে-সরকারী কিডনি সেন্টারের খাদ্য সামগ্রী বিতরণ

প্রথম পাতা » রংপুর » ফুলবাড়ীতে বে-সরকারী কিডনি সেন্টারের খাদ্য সামগ্রী বিতরণ
রবিবার ● ১৯ এপ্রিল ২০২০


ফুলবাড়ীতে বে-সরকারী কিডনি সেন্টারের খাদ্য সামগ্রী বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের ফুলবাড়ীতে রবিবার (১৯ এপ্রিল) টিএম হেলথ কেয়ার এ- ইমদাদ সিতারা খাঁন কিডনি সেন্টার উদ্যোগে এবং বেস্টটাওয়ার ফাউণ্ডেশন (ইউএসএ) ও ওল্ড রাজশাহী ক্যাডেট্স অ্যাসোসিয়েশনের (ওআরসিএ) যৌথ সহযোগিতায় সম্পূর্ণ সামাজিক দুরত্ব বজায় রেখে ও সুশৃঙ্খল ভাবে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল ১১টায় টিএম হেলথ কেয়ার এ- ইমদাদ সিতারা খাঁন কিডনি সেন্টার চত্বরে আনুষ্ঠানিকভাবে ১০০ জন দুস্থ ও অসহায়ের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন বাবু। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক প্রভাষক সাদেকুল ইসলাম সাদেক, প্রশাসনিক পরিচালক গ্রীণ ল্যান্ড মাডেল স্কুলের পরিচালক প্রভাষক মোকাররম হোসেন বিদ্যুৎ,ম্যানেজার সোহাগ আলী, ব্যবস্থাপক মোকলেছার রহমানসহ চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা।

টিএম হেলথ কেয়ার এন্ড ইমদাদ-সিতারা খান কিডনী সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন বাবু বলেন,মহামারি করোনা ভাইরাসের কারনে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে ঘর থেকে বের হতে না পারায় কর্মহীন হয়ে পড়েছেন অনেকে। তাদের রোজগার না থাকায় ঘরে খাদ্য সংকট দেখা দিয়েছে। তাদের খাদ্য চাহিদা মেটাতেই ১ হাজার দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের ত্রাণ বিতরণ অব্যহত থাকবে। আমি সমাজের সকল বিত্ববান মানুষকে নিন্ম আয়ের পাশাপাশি মধ্যবিত্ত্ব মানুষের পাশে দাড়ানোর আহবান জানাচ্ছি।

এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:২৫:৫৩ ● ৪০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ