চরফ্যাশনে মূল আসামী ছেড়ে বাইক চালক গ্রেফতার!

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে মূল আসামী ছেড়ে বাইক চালক গ্রেফতার!
রবিবার ● ১৯ এপ্রিল ২০২০


চরফ্যাশনে মূল আসামী ছেড়ে বাইক চালককে মাদকের মামলায় গ্রেফতার

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

অর্ধলক্ষ টাকার উৎকোচের বিনিময়ে প্রকৃত মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) রাজিবুল আলমের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৯এপ্রিল) দুপুরে মাদ্রাজ মেয়াজানপুর সৈয়াল কান্দির মোড় থেকে শশীভূষণ থানার এস.আই রাজিবুল আলম ওরফে রাজিবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ হাজারীগঞ্জ ২নং ওয়ার্ডের ফজলুর রহমান দফাদারের ছেলে মো. জামাল, মেয়াজানপুর ৯নং ওয়ার্ডের মৃত আজিজ গোলদারের ছেলে মটর সাইকেল চালক বারেক গোলদার ও জামালকে ৪৫ পিস ইয়াবাসহ আটক করেন। ঘটনাস্থলেই মনির হোসেনকে ছেড়ে দেয়া হয়। পরে জামাল ও মটরসাইকেল চালক বারেক গোলদারকে থানায় নিয়ে আসলে দু’জনকে এক লাখ টাকার উৎকোচের বিনিময়ে ছেড়ে দেওয়ার চুক্তি হয়। পরে ৫০হাজার টাকা লেন-দেনের মাধ্যমে জামালকে ছেড়ে দিয়ে মটরসাইকেল চালক বারেক গোলদার টাকা দিতে না পারায় তাকে আটক করে তার বিরুদ্ধে ৪৫পিস ইয়াবা রাখার অভিযোগে মামলা দেয়া হয়।
তথ্যসূত্রে জানা যায়, এসআই রাজিব শশীভূষণের মাদক ব্যবসায়ী জামালের দেওয়া ৫০হাজার টাকা উৎকোচ গ্রহণ করেন। এবিষয়ে আটক বারেক গোলদার থানা হাজতে সাংবাদিকদের বলেন, আমি অসহায় ভাড়ায় চালিত মটর সাইকেল চালিয়ে আয় রোজগার করে সংসার পরিচালনা করি। ঘটনার পূর্বে জামাল হোসেন ও মনির আমাকে কাসেমগঞ্জ যাওয়ার কথা বলে আমার মটর সাইকেল ভাড়া করে। পথিমধ্যে সৈয়াল কান্দি চৌমাথার মোড়ে এসআই রাজিব আমাদের দু’জনকে আটক করে মনির হোসেনকে তাৎক্ষণিক ছেড়ে দেয়।  আমাকে ও জামালকে থানায় নিয়ে লকাপে রাখা হয়। থানার ওসির কক্ষে নিয়ে আমাকে বে-ধড়ক মারধর করে।  ছেড়ে দেয়ার কথা বলে দু‘জনের কাছে এক লাখ টাকা উৎকোচ দাবি করেন। আমি টাকা দিতে না পাড়ায় আমারে বিরুদ্ধে মাদক মামলা রুজু করে জামালকে ৫০হাজার টাকা দিতে পারায় ছেড়ে দেয়া হয়।
এ ব্যপারে শশীভূষণ থানার এস আই রাজিবুল আলম রাজিব বলেন, মনির আমাদের সোর্স। বারেকের কাছে ইয়াবা ছিল আমরা শিউর ছিলাম। জামালকে থানায় আনা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্যে। সম্পৃক্ত না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। অর্থনৈতিক কোন বিষয় ছিলনা।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলামকে ৫০হাজার টাকা নিয়ে জামালকে ছেড়ে দেয়া হয়েছে এমন প্রশ্নে করলে তিনি বলেন, এমন ঘটনা সঠিক না। আমরা বারেককে আগেই টার্গেট করে রেখেছি।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৫:০৯:০০ ● ৯০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ