কলাপাড়া-কুয়াকাটায় তিন হাজার পরিবার পাবে মাসে বিশেষ ওএমএস’র চাল

প্রথম পাতা » কুয়াকাটা » কলাপাড়া-কুয়াকাটায় তিন হাজার পরিবার পাবে মাসে বিশেষ ওএমএস’র চাল
রবিবার ● ১৯ এপ্রিল ২০২০


প্রতীকী ছবি

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কলাপাড়া ও কুয়াকাটা পৗরসভার আরও তিন হাজার দরিদ্র পরিবার বিশেষ ওএমএস এর খাদ্য সহায়তা পাবেন। কলাপাড়া পৌরসভার ১৮ শ’ এবং কুয়াকাটা পৌরসভার ১২ শ’ দরিদ্র পরিবার এ বিশেষ খাদ্য সহায়তা পাচ্ছেন। এলক্ষ্যে সরকারি নিয়ম অনুসারে তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। উপজেলা খাদ্য কর্মকর্তা জিএম শফিকুল ইসলাম জানান, করোনার কারণে কর্মহীন থাকা হতদরিদ্র দিনমজুর, ভবঘুরে, রিক্সাচালক, ক্ষুদ্র্র দোকানি, দোকানের কর্মচারী, হিজড়াসহ এসব শ্রেণির মানুষ এ খাদ্য সহায়তা পাবেন। তবে সরকারের অন্য কোন সহায়তা পাচ্ছেন এমন কার্ডধারী উপকারভোগী, যেমন মৎস্য ভিজিএফ, ভিজিডি, বিধবা, বয়স্ক কিংবা প্রতিবন্ধীসহ অপর কেউ এ সুবিধা পাবেন না। প্রত্যেক কার্ডধারী ফি মাসে ১০ টাকা কেজি দরে ২০ কেজি করে চাল পাবেন। শনিবার কলাপাড়া উপজেলা পরিষদ দরবার হলে এ সংক্রান্ত এক সভা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, তালিকা সম্পন্নের পরেই এ মাস (এপ্রিল) থেকেই এ কর্মসূচি শুরু হবে।

এমইউএম/এনইউবি

বাংলাদেশ সময়: ১৫:০০:১৩ ● ৪৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ