আমতলীতে ঘরে ঘরে ইউএনও’র খাদ্য সহায়তা

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে ঘরে ঘরে ইউএনও’র খাদ্য সহায়তা
শনিবার ● ১৮ এপ্রিল ২০২০


আমতলীতে ঘরে ঘরে ইউএনও’র খাদ্য সহায়তা

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

প্রাণঘাতী করোনা ভাইরাসের আপদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকা হতদরিদ্র কর্মহীন শ্রমজীবি ৬০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে।
সামাজিক সুরক্ষা বজায় রেখে শনিবার (১৮ এপ্রিল) আমতলী’র ইউএনও মনিরা পারভীন উপজেলা কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গুচ্ছগ্রামের ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা পৌছে দেন। ইউএনও’র এমন মহতি উদ্যোগে অভিভুত আমতলী উপজেলাবাসী।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার কয়েক হাজার হতদরিদ্র শ্রমজীবী মানুষ। এ শ্রমজীবি পরিবারকে করোনা ভাইরাসের আপদকালিন সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ শ্রমজীবি পরিবারগুলোর মধ্যে খুঁজে খুঁজে কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গুচ্ছগ্রামের হতদরিদ্র ৬০ পরিবারকে শনিবার আমতলীর ইউএনও মনিরা পারভীন প্রত্যান্ত গ্রামাঞ্চলের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দেন। হতদরিদ্র প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল দেয়া হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গুচ্ছগ্রামের ৬০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

এমইউচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৫৮ ● ৪২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ