বাউফলে পল্লী বিদ্যুতের ত্রাণ বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে পল্লী বিদ্যুতের ত্রাণ বিতরণ
শনিবার ● ১৮ এপ্রিল ২০২০


বাউফলে পল্লী বিদ্যুতের ত্রাণ বিতরণ

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি বাউফল জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারীদের ব্যাক্তিগত দানে গঠিত তহবিল থেকে পল্লী বিদ্যুতের কাজের সাথে জড়িত শ্রমিকদের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। শুক্রবার রাতে এবং শনিবার (১৮ এপ্রিল) সকালে শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে ওই ত্রাণ পৌঁছে দেয়া হয়।
বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার একেএম আজাদ জানান, বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ১০৪ জন বিভিন্ন পদবীর কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। করোনার প্রভাবে আমাদের কাজের সাথে জড়িত শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। তাদের আর্থিকসহ খাদ্য সংকট রয়েছে বলে আমাদের কাছে খবর আসে। এরপরই আমরা এই তহবিল গঠনের উদ্যোগ নেই। শ্রমিকদের কথা বিবেচনা করে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাদের সাধ্য মতো সহায়তা করেছেন। এই সহায়তার মাধ্যমে ৫০ জন শ্রমিককে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, আটা, আলু, সোয়াবিন তেল এবং সাবান। পল্লী বিদ্যুতের কাজের সাথে সংশ্লিষ্ট এক শ্রমিক জানান, এই দু:সময়ে বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা যে ত্রাণ সহায়তা করেছেন এ জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ।

এপি/এমআর

বাংলাদেশ সময়: ১২:৫৫:০০ ● ৩৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ