কলাপাড়ায় টিসিবি’র পণ্য ক্রয়ে শতশত মানুষের ভিড়

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় টিসিবি’র পণ্য ক্রয়ে শতশত মানুষের ভিড়
শনিবার ● ১৮ এপ্রিল ২০২০


কলাপাড়ায় টিসিবি’র পণ্য ক্রয়ে শতশত মানুষের ভীড়

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

সরকার যেখানে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে নিরলস কাজ করছে, ঠিক সেই মুহুর্তে প্রশাসনের নাকের ডগায় শতশত মানুষের ভীড় করে বিক্রি করা হচ্ছে টিসিবির পণ্য। কলাপাড়া উপজেলা পরিষদ কম্পাউন্ডের মধ্যে শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে এ পন্য বিক্রি শুরু হয়।

কোন নিরাপত্তা বেস্টনী ছাড়াই শত শত নারী পুরুষ একজনের কাঁধের উপর থেকে আরেক জনকে পণ্য ক্রয় করতে দেখা যায়। অথচ এ কম্পাউন্ডের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানসহ প্রথম শ্রেনির সকল সরকারি কর্মকর্তাদের কার্যালয়। তাঁদের চোখের সামনে এ গণজমায়েত হলেও শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনিক কোন কর্মকান্ড চোখে পড়েনি।

কলাপাড়া পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মানু্ষরে মধ্যে এ টিসিবির পণ্য বিক্রি করছে ডিলার । নিয়ম অনুযায়ী সারিবদ্ধভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে এ পণ্য বিক্রির নির্দেশনা থাকলেও এখানে এ নির্দেশ ছিলো উপেক্ষিত। এমনকি ডিলারদের ছিলো না কোন সামাজিক দুরত্ব বজায় রাখার নিজস্ব সেচ্ছাসেববক।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক মুঠোফোনে জানান, প্রথমে মানুষের ভীড় ছিল। পড়ে পুলিশ ও স্থানীয় সেচ্ছাসেবকদের মাধ্যমে সুশৃঙ্খল ভাবে বিতরণ করা হয়েছে। প্রতিজন তেল, চিনি, ডাল ও ছোলাবুট ক্রয় করতে পারবে।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৪৫:৩২ ● ৩৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ