রাঙ্গাবালীতে ভ্রাম্যমাণ বাজার

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে ভ্রাম্যমাণ বাজার
শনিবার ● ১৮ এপ্রিল ২০২০


রাঙ্গাবালীতে ভ্রাম্যমাণ বাজার

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দুইটি ইউনিয়নে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিবে ভ্রাম্যমাণ বাজার। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার রাঙ্গাবালী ও ছোটবাইশদিয়া ইউনিয়নে এটির কার্যক্রম শুরু হয়।
রাস্তাঘাট ও বাজারে জনসমাগম কমানোর লক্ষ্যে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ বাজারটি পরিচালিত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাশফাকুর রহমান এটির উদ্যোগ নেন। ভ্রাম্যমাণ বাজারটিতে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যই পাওয়া যাবে বলে জানান সংশ্লিষ্টরা।
জানা গেছে,  করোনা পরিস্থিতিতে কর্মহীন থাকা স্থানীয় তিন ভ্যান চালকসহ পাঁচজনকে ব্যবসার পুঁজি দিয়ে ভ্রাম্যমাণ বাজার শুরু করান ইউএনও। এ ভ্রাম্যমাণ বাজারের মাধ্যমে গ্রামগঞ্জে ভ্যানে ঘুরে ঘুরে  মানুষের দোরগোড়ায় গিয়ে এই সংকটময় মুহূর্তে নিত্যপ্রয়োজনীয় পণ্য সুলভ মূল্যে পোঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়।
এ কার্যক্রমের উদ্যোগতা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, কর্মহীন পাঁচ ব্যক্তিকে ১৫ হাজার টাকা পুঁজি দিয়ে ভ্রাম্যমাণ বাজার শুরু করানো হয়। করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য তাদেরকে মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে বলা হয়। তিনি আরও বলেন, রাঙ্গাবালীর বাকি ৪টি ইউনিয়নেও ভ্রাম্যমাণ বাজারের কার্যক্রমটি শুরু করার পরিকল্পনা রয়েছে।

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৩৩:০৩ ● ৩৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ